বিরোধীরা অভিযোগ করেন সরকারি চাকরি হচ্ছে না। শূন্যপদ পড়ে আছে। কিন্তু এই তথ্য যে সত্য নয় তা আরও একবার প্রমাণ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এ🔴ল মা–মাটি–মানুষের সরকার। শূন্যপদ পূরণ করতে এবার💞 বিজ্ঞপ্তি জারি করল খাদ্য দফতর। এই খাদ্য দফতরের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ তোলা হয়েছে। এমনকী খাদ্য দফতরের অধীনে রেশন দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। সেই খাদ্য দফতরেই মোট চারটি পদে হবে নিয়োগ। শিক্ষিত যুবক–যুবতীরা পারবেন আবেদন করতে। তবে এখানে শিক্ষাগত যোগ্য়তা যা লাগবে সেটা তুলে ধরা হল।
এদিকে খাদ্য দফতরের পক্ষ থেকে জারি করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। তাতে বলা হয়েছে, মোট ৬টি শূন্যপদ পূরণ করা হবে। কলকাতা–সহ বাংলার যে কোনও জেলা থেকে এই পদগুলিতে অনলাইনে পাঠানো𓂃 যাবে দরখাস্ত। এখানে কোনও লিঙ্গভিত্তিক বিধিনিষেধ নেই। নারী–প🧸ুরুষ নির্বিশেষ সকলেই আবেদন করতে পারবেন। দুর্গাপুজোর আগেই পরীক্ষা হয়ে ফলাফল বেরিয়ে যেতে পারে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে বাংলার যে ছেলে–মেয়েরা চাকরি পাবেন তাঁদের জীবনে আসবে খুশির হাওয়া। শারদ উৎসবের আগে এমন ঘটনা ঘটলে সেটা অত্যন্ত আনন্দ বয়ে নিয়ে আসবে।
অন্যদিকে এখানে চারটি পদের উল্লেখ করা হয়েছে। তার সঙ্গে থাকছে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা। প্রথম পদ—প্রজেক্ট ম্যানেজার (স্মার্ট–পিডিএস), ফার্স্ট ক্লাস বি.ই/ বি.টেক/ এম.এসসি/ আইটিতে এম.𓆉টেক/ কম্পিউটার সায়েন্স অথবা এমবিএ–সহ এমসিএ/ প্রতিষ্ঠিত কোনও সংস্থার পিজিডিএম। দ্বিতীয় পদ—ডেটা অ্যানালিস্ট (স্মার্ট–পিডিএস), ফার্স্ট ক্লাস বি.ই/ বি.টেক/ এম.এসসি/ আইটিতে এম.টেক/ কম্পিউটার সায়েন্স অথবা এমসিএ। তৃতীয় পদ—ডেভেলপার (স্মার্ট–পিডিএস), ফার্স্ট ক্লাস বি.ই/ বি.টেক/ এম.এসসি/ আইটিতে এম.টেক/ কম্পিউটার সায়েন্স অথবা এমসিএ। চতুর্থ পদ—আইটি সাপোর্ট পার্সোনেল (স্মার্ট–পিডিএস), ফার্স্ট ক্লাস বি.ই/ বি.টেক/ এম.এসসি/ আইটিতে এম.টেক/ কম্পিউটার সায়েন্স অথবা এমসিএ। এটাই পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে।
আরও পড়ুন: ‘আপনি ওনাকে বরখাস্ত করুন’, তৃণমূলকে♑ সমর্থন করে শমীকের বিরুদ্ধে গর্জে উঠলেন 🐼খাড়গে
এছাড়া প্রার্থী নির্বাচনের পদ্ধতি নিয়োগ বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে রাজ্যের খাদ্য দফতর। সেখানে উল্লেখ করা হয়েছে, মাধ্য়মিক ⭕থেকে শুরু করে নানা পরীক্ষায় আবেদনকারীরা কত মার্কস পেয়েছেন সেটা দেখা হবে। এই পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁদের ১০ নম্বরের ইন্টারভিউ দিতে হবে। যা পার করতে পারলেই মিলবে নিয়োগপত্র। এখানে সংশ্লিষ্ট পোস্টগুলিতে ৪০ হাজার টাকা থেকে ২ লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত প্রত্যেক মাসে মিলবে। অনলাইনে দরখাস্ত পাঠানোর শেষ তারিখ হল ১৭ অগস্ট।