আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়কে 🧸আদালতে পেশের সময় চরম অপেশাদারিত্বের পরিচয় দিল সিবিআই। শুক্রবার বিকেলে সিবিআইয়ের আইনজীবীর অনুপস্থিতির জন্য চরম ভর্ৎসনা করলেন শিয়ালদা আদালতের বিচারক। এমনকী, ধৃতকে কি জামিন দিয়ে দেব? উপস্থিত সিবিআইয়ের এক আধিকারিককে এই প্রশ্নও করেন তিনি।
আরও পড়ুন - নবানඣ্নে পর্যা𒐪লোচনা বৈঠক ডাকলেন মমতা, আরজি কর নিয়ে বিরাট চাপে তৃণমূল
পড়তে থাকুন - '…পরীক্ষা নেবেন না', বোসের বার্তা ꦦমমতাকে, নির্যাতিতার পরিবারের চিঠি শাহের টেবিলে
১৪ দিন জেল হেফাজতের মেয়াদ শেষে শুক্রবার বিকেলে আরজি কর কাণ্ডে গ্রেফতার একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কে ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়। বিকেল ৪টে ০৯ মিনিট থেকে শুরু হয় শুনানি। তখন আদালতকক্ষে হাজির ছিলেন অভিযুক্তের আইনজীবী। তিনি জানান, অভিযুক্তের জামিনের আবেদন করেছেন তিনি। পালটা বক্তব্য শোনার জন্য সিবিআইয়ের♊ আইনজীবীকে সওয়াল করতে নির্দেশ দেন বিচারক। কিন্তু কোথায় সিবিআইয়ের আইনজীবী? বেশ কিছুক্ষণ আদালত কক্ষে নিঃস্তব্ধতার পর উঠে দাঁড়ান এক মহিলা।
তাঁকে বিচারক প্রশ্ন করেন, আপনি কি এই কেসের তদন্তকারী আধিকারিক? মহিলা জানান না, তিনি সহকারী তদন্তকারী আধিকারিক। একথা শুন🍸ে বিচারক বলেন আশ্চর্য ব্যাপার, এরকম গুরুত্বপূর্ণ একটা মামলায় তদন্তকারী আধিকারিক, সরকারি আইনজীবী ক൩েউ উপস্থিত নেই? এর পর মহিলা আধিকারিককে বিচারক বলেন, আপনার আইনজীবী কোথায় খোঁজ করুন। ফোন করুন তাঁকে। এর পর আদালত কক্ষের বাইরে গিয়ে আইনজীবীকে ফোন করেন ওই মহিলা আধিকারিক। কিন্তু আইনজীবী ফোন ধরেননি। এর পর সিবিআইয়ের আধিকারিককে বিচারক বলেন, ১০ মিনিট সময় দিলাম। যেখান থেকে পারেন আইনজীবীকে ধরে নিয়ে আসুন।
আরও পড়ুন - বর্ধমান মেডিক্যালের গেস্ট হꦅাউজে আইবুড়ো ভাত অভীকের, ভাইরাল সন্দীপ ঘনিষ্ঠের ছব♒ি
আরজি কর কাণ্ড꧟ নিয়ে যখন গোটা দেশ তোলপাড় তখন সিবিআইয়ের এই ধরণের অপেশাদারিত্ব নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এদিন শেষ পর্যন্ত সঞ্জয় রায়ের জামিন খারিজ করে তাকে ১৪ দিনের꧅ জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।