কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। এবার থেকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষরাই। প্রশাসনিক বৈঠকে এই ঘোষণাই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে চিকিৎসকদের আন্দ💮োলনের মধ্যেই এবার𒉰 পরিবর্তন আসছে রোগীকল্যাণ সমিতিতে। হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে শাসকদলের প্রতিনিধি রাখার ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের জমানাতে প্রথম শুরু হয়েছে এমনটা নয়। বাম জমানাতেও একেকটি সরকারি হাসপাতালের দায়িত্বে পার্টির নেতা রাখার ব্যবস্থা ছিল। এবার সেটা ভেঙে দেওয়া হচ্ছে।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। আর তার পর থেকেই এই রোগী কল্যাণ সমিতি নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। তাই কোনও বিতর্ক যাতে আর না থাকে তাই এমন পদক্ষেপ করা হয়েছে। এই বিষয়ে সোমবার সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে উদ্দেশ্য করে বলেন, ‘এখন থেকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবেন হাসপাতালের অধ্যক্ষ নিজেই। তার সঙ্গে সমিতিতে একজন নার্সকে থাকবেন। স্থানীয় থানার আইসিকে রাখবেন। একজন সিনিয়র ডাক্তার, একজন জুনিয়র ডাক্তার আর স্থানীয় বিধায়ককে রাখবেন। আর কাউকে সমিতিত▨ে রাখার দরকার নেই। যাঁরা সরাসরি হাসপাতালের সঙ্গে যুক্ত তাঁরাই থাকুক।’
আরও পড়ুন: সিপিএমের লালবাজার অভিযানে ধুন্ধুমার, ব্যারিকেডের উপরে লাল পতাকা, ধৃত ১৪
তবে এবার পরিবর্তন আসতে চলেছে। এখন এসএসকেএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়। ন্যাশনাল মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ার🍎ম্যান এন্টালির তৃণমূল কংগ্রেস বিধায়ক স্বর্ণকমল সাহা। এনআরআস হাসপাতালে তৃণমূল কংগ্❀রেস নেতা শান্তনু সেন। বর্ধমান মেডিকেল কলেজ এবং নর্থবেঙ্গল মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যথাক্রমে খোকন দাস ও গৌতম দেব। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তা বদলে যাবে।