লোকসভা নির্বাচনের মধ্যে এবার উদ্ধার হল প্রচুℱর বৈদেশিক মুদ্রা। কলকাতা স্টেশন থেকে ভারতীয় মুদ্রায় প্রায় ৯ লক্ষ টাকা এবং ꦗ১০ হাজার মার্কিন ডলার উদ্ধার হয়েছে। এই অর্থ পাচারের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে আরপিএফ। ধৃতের নাম মহম্মদ জলিল। বাংলাদেশের রায়গঞ্জের শরীয়তপুরের বাসিন্দা ওই ব্যক্তি মিক্সচার-গ্রাইন্ডারে লুকিয়ে টাকা পাচারের চেষ্টা করছিল। তবে তার আগেই তাকে হাতেনাতে ধরে ফেলে আরপিএফ।
আরও পড়ুন: লোকসভার আগে কলকাতা বিমানবন্দরে য꧅াত্রীর ব্যা♛গ খুলতেই উদ্ধার ১১ লক্ষ নগদ টাকা
জানা গিয়েছে, শনিবার মৈত্রী এক্সপ্রেস করে বাংলাদেশে যাওয়ার জন্য তিনি কলকাতা স্টেশনে পৌঁছেছিলেন। নিয়ম মেনে যাত্রীদের সেই সময় চেকিং করছিলেন আরপিএফ এবং কাস্টমস দফতরের আধিকারিকরা। সেই সময় জলিলের কাছে একটি মিক্সচার গ্রাইন্ডার দেখতে পান তারা। সেটি দেখে সন্দেহ হতেই খোলার সিদ্ধান্ত নেয় আরপিএফ। আর মিক্সচা🦄র গ্রাউন্ডারটি খুলতেই সেখানে 🍌প্রথমে কালো কাগজে মো়ড়া একটি রোল দেখতে পান তারা। পরে কাগজের রোল খুলতেই বেরিয়ে আসে প্রচুর পরিমাণে টাকা ও মার্কিন ডলার।
ভারতীয় মুদ্রায় প্রায় ৮ লক্ষ ৯২ হাজার টাকা এবং ১০,৭০০ মার্꧂কিন ডলার উদ্ধার হয়েছে। এই টাকা বাজেয়াপ্ত করেছে শুল্ক দফতর। ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৈদেশিক মুদ্রা পাচারের আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করছেন আধিকারিকরা। তিনি কোথা থেকে টাকা পেয়েছিলেন? কোথায় নিয়ে যাচ্ছিলেন? এর আগেও এই ধরনের কাজ🏅 করেছেন কিনা বা কতদিন ধরে তিনি এই কাজ করছেন? তার সঙ্গে আর কারা কারা জড়িত? তা জানার চেষ্টা করা হচ্ছে বলে আরপিএফ সূত্রে জানা গিয়েছে।