সঞ্জয় রায়। আরজি কর কাণ্ডে পুলিশ তাকে গ্রেফতার করেছিল। কিন্তু প্রশ্ন উঠছে একজন সিভিক ভলান্টিয়ার হয়ে তিনি কীভাবে পুলিশ ব্যারাকে থাকতেন? কাদের হাত ছিল তার মাথার উপর? তবে এবার সিবিআইয়ের নজরে এক এএসআই। পুলিশের ফোর্থ ব্যাটালিয়নের ব্যারাকে এই অনুপ দত্তের সঙ্গে থাকত সঞ্জয়। এমনকী সিবিআই ইতিমধ্যেই সঞ্জয়ের ফোন ডিটেলস খতিয়ে দেখেছে। সেখানে প্রাথমিকভাবে জানা গিꦜয়েছে ঘটনার পরেই এই অনুপকেই ফোন করেছিল সঞ্জয়। কিন্তু কেন? এত বড় ঘটনার পরে ঠিক কীসের ভিত্তিতে অনুপের কথা মনে পড়ল সঞ্জয়ের?
মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে আসেন অনুপ। কিন্তু সংবাদমাধ্যম তাকে প্রশ্ন করতেই ছুটতে শুরু করেন সেই পুলিশ আধিকারিক। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন সঞ্জয়ের সঙ্গে কতদিনের চেনা। এই প্রশ্ন শুনেই ছুটতে শুরু করেন সঞ্জয়।
এদিকে সূত্রের খবর, সঞ্জয় সেই রাতে ঘটনার পরে ফোন করেছিলেন অনুপকে। এমনকী ঘটনার পরে সঞ্জয় পুলিশ ব্যারাক🔥েও চলে যান। কিন্তু এত বড় ঘটনার পরে সঞ্জয় পুলিশ ব্যারাকে চলে গেল , কেউ কোনও বাধা দিল না 💞, এটা কী করে সম্ভব? তবে কি অনুপ প্রশয় দিল সঞ্জয়কে? কেন সঞ্জয়কে প্রশয় দিত অনুপ?
এদিকে পুলিশের প্রশয় ছাড়া দিনের পর দিন ধরে সঞ্জয়ের পুলিশ ব্যারাকে থাকা সম্ভব নয়। কিন্তু কেন তাকে আস্কারা 🍨দেওয়া হত?
এদিকে এদিন♛ ক্যামেরা দেখেই ছুটতে শুরু করেন অনুপ। জলে ভেজা🍨 রাস্তার উপর দিয়ে দৌড় আর দৌড়।