বহু মানুষের নস্টালজিয়া এই হলুদ ট্যাক্সিকে ঘিরে। বহুজনের ছোটবেলা, যৌবনের সঙ্গে জড়িয়ে আছে এই হলুদ ট্যাক্সি। কিন্তু সেই হলুদ ট্যাক্সির একাংশকে আগামী জানুয়ারিতে সরে যেতে হতে পারে কলকাতার বুক থেকে। গ্রীন ট্রাইবুনালের নির্দেশে সরে যেতে হতে পারে এই হলুদ ট্যাক্সির একাংশকে। তবে এনিয়ে মন খারাপ অনেকেরই। এই হলুদ ট্যাক্সির একাংশ সরে গেলে অনেকেরই পরিবারে কোপ পড়বে। রুটি রুজিতে টান পড়বে। এবার সেই হলুদ ট্যাক্সিকে বাঁচানোর দাবিতে রাস্তায় নামলেন শ্রমিকরা। আইএনটিইউসির নেতা কর্মীরা রাজরামমোহন সরণীতে এই হলুদ ট্যাক্সিকে🍎 বাঁচিয়ে রাখার দাবিতে বিক্ষোভ দেখান।
তাঁদের দাবি কলকাতার বহুগুণীজনের সঙ্গে জড়িয়ে রয়েছে এই ট্যাক্সি। এগুলি কলকাতার ঐতিহ্যকে । সেই হলুদ ট্যাক্সিকে হারিয়ে যেতে দেব না। আইএনটিইউসি 🍌সꦺেবাদলের সভাপতি প্রমোদ পাণ্ডে বলেন, ভারতের একমাত্র কলকাতায় এই হলুদ ট্যাক্সি চলে। এটা আমাদের ঐতিহ্য। আমরা রাস্তায় নেমেছি। হলুদ ট্যাক্সি বন্ধ করা চলবে না। এই হলুদ ট্যাক্সি যারা চালান তাঁরা কোথায় যাবেন? বিকল্প না করে এই হলুদ ট্যাক্সি বন্ধ করা যাবে না। সেই সত্যজিৎ রায়, উত্তমকুমার এই হলুদ ট্যাক্সি নিয়ে সিনেমা করেছেন। আর সেই হলুদ ট্যাক্সি কলকাতা থেকে তুলে দেওয়া হলে সেটা কিছুতেই মানব না।
অনেকে বলেন, কলকাতা আর💙 হলুদ ট্যাক্সি একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়েছে🌟 বহুকাল আগে।
তবে মূলত নিয়মের জাঁতাকলে পড়ছে♒ হলুদ ট্🉐যাক্সি। ১৫ বছরের বেশি সময়ের যানবাহন শহরের বুকে চালানো যাবে না। কারণ ১৫ বছরের বেশি সময়ের যানবাহন থেকে বায়ুদূষণ হয়। তাই সেসব বাতিল করতে হচ্ছে। হলুদ ট্যাক্সি এই পরিস্থিতিতে বন্ধ হওয়ার মুখে।