রূপশ্রী প্রকল্প। বিয়ের আগে আবেদনকারীকে এককালীন ২৫ হাজার 🐻টাকা করে দেয় রাজ্য় সরকার। সেক্ষেত্রে বিয়ের খরচ নিয়ে চিন্তা কিছুটা কমে। এবার সেই প্রকল্প নিয়ে বড় জালিয়াতির অভিযোগ।
এদিকে নদিয়ার কালীগঞ্জে সেই রূপশ্রী প্রকল্পে বড়সর অনিয়মের অভিযোগ। দেখা যাচ্ছে একই যুবতীর একাধিক অ্য়াকাউন্ট। সেখানে গিয়েছে রূপশ্রী প্রকল্পের টাকা। অর্থাৎ একজন যুবতীর একাধিক অ্যাকাউন্ট। আর সবকটি অ্যাকাউন্টেই গিয়েছে রূপশ্রী প্রকল্পের টাকা। অন্তত চারবার রূপশ্রী প্রকল্পে🅺র টাকা একই ব্যক্তির চারটি অ্য়াকাউন্টে গিয়েছে।
এদিকে ইতিমধ্যেই হিসেব মেলাতে গিয়ে বিষয়টি নজরে আসে। এরপর তাদের নোটিশ পাঠাতে শুরু করে প্রশাসন। সব মিলিয়ে দেখা গিয়েছে নদিয়ার কালীগঞ্জে সব মিলিয়ে ৬৭ জন যুবতী একাধিকবার এই রূপশ্রী প্রকল্পের টাকা নিয়েছেন। এরপরই মাথায় হাত প্রশাসনের। শুরু𒅌 হয় খোঁজখবর। শেষ পর্যন্ত বোঝা গিয়েছে ২০১৯ সালে এই ধরনের অনিয়মের ঘটনা হয়েছিল।
বর্তমানের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ব্লক প্রশাসন ইতিমধ্যে টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। সেই মতো কয়েকজন টাকা ফেরত দিয়েছে বলে খবর।সব মিলিয়ে প্রায় ৪ লাখ টাকা ফেরত দিয়েছে বলে খꦿবর। এমনকী ব্লক অফিসে এসেও কয়েকজন টাকা ফেরত দিয়ে যাচ্ছেন🉐।