আন্দোলনের চাপে পড়ে অবশেষে আগামী বৃহস্পতিবার থেকে খুলছে স্কুল। ইতিমধ্যেই, স্কুল পরিষ্কার করা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত স্কুলগুলিকে। নবান্নের নির্দেশ অনুযায়ী, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত পড়ুয়াদের স্কুলে ক্লাস হবে। সাধারণত উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যালে অনেকটাই নম্বর রয়েছে। সেই কারণে অন্যান্য নির্দেশের পাশাপাশি প্র্যাকটিকܫ্যাল ক্লাসের উপরেও সমানভাবেই গুরুত্ব দেওয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে।
স্কুল খোলার আগে অনলাইনে প্রাক্টিক্যাল ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা দফতর। তবে স্কুল খোলার ফলে এবার অফলাইনেই হবে প্রাকটিক্য🌸াল ক্লাস। এদিকে, আগামী ২ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত উচ্চমাধ্যমিকের পরীক্ষা হওয়ার কথা রয়েছে। অভিভাবক থেকে শুরু করে শিক্ষকরা এবার অফলাইনে উচ্চমাধ্যমিকের পরীক্ষা নেওয়ার দাবি তুলেছিলেন।
আগামী বৃহস্পতিবার সম্পূর্ণ কোভিড বিধি মেনে স্কুল খোলার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলগুলিতে আদৌও কোভিড বিধিমানা হচ্ছে কিনা তা দেখার জন্য থাকবেন একজন নোডাল অফিসার। এই নোডাল অফিসার স্কুলের সঙ্গে প্রশাসনের সমন্বয় রেখে কাজ করবেন। এর পাশাপাশি, সমস্ত স্কুলগুলোকে পরিষ্কার এবং স্যানিটাইাজ করে ফেলার ✨নির্দেশ দেওয়া হয়েছে। তবে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের স্কুলে ক্লাস হলেও পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ক্লাস হবে পাড়ায় শিক্ষালয়ে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে পাড়ায় শিক্ষালয়। স্কুলের ক্ষেত্রে পড়ুয়াদের আধাঘণ্টা আগে স্কুলে আসতে হবে। তবে সম্পূর্ণ হবে কোভিড বিধি মেনেই স্কুলে ক্লাস হবে বলে নির্দেশ দেশের মুখ্যমন্ত্রী।