'টেস্টটিউব বেবি' মন্তব্য করে ঠিক করেননি বলে 'ভুল' স্বীকার করে নিলেন যুব বামনেতা শতরূপ ঘোষ। উল্লেখ্য, সর্বহারার নেতার ২২ লাখ টাকার গাড়ি নিয়ে প্রশ্ন তুলে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এনেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাতে বিড়ম্বনা বেড়েছিল শতরূপ ঘোষের। এই আবহে কুণালকে জবাব দিতে আলিমুদ্দিনের পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করেছিলেন শতরূপ ঘোষ। কুণাল ঘোষ এবং তাঁর দলকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছিলেন শতরূপ। এরপরই শতরূপ ঘোষকে আইনি নোটিশ পাঠান কুণাল ঘোষ। (আরও পড়ুন: 'তাঁর ꦕভুলভাল কথা আ꧒র শুনব না', মমতাকে চরম 'আল্টিমেটাম' ডিএ আন্দোলনকারীদের)
বৃহস্পতিবার কুণাল ঘোষের আইনজীবী আইনি নোটিশ পাঠান শতরূপকে। ন🌃োඣটিশে বলা হয়, ৭২ ঘন্টার মধ্যে সিপিএম যুবনেতা শতরূপ ঘোষকে ক্ষমা চাইতে হবে। নোটিশে উল্লেখ করা হয়েছে, শতরূপ ঘোষ সাংবাদিক বৈঠক এবং সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষের প্রয়াত বাবাকে টেনে অশালীন কথা বলেছেন। এর প্রেক্ষিতে সংবাদমাধ্যমকে শতরূপ বলেন, 'কুণাল ঘোষ নিয়ে যা বলেছি বেশ করেছি। ৭২ ঘণ্টা কেন, ৭২ সেকেন্ডের মধ্যে মামলা করুক। কোর্টে দেখা হবে। তবে টেস্টটিউব বেবি মন্তব্যটা নেতিবাচক অর্থে ব্যবহার করায় আমি লজ্জিত। এটা অবৈজ্ঞানিক কথা। এটা বলা আমার উচিৎ হয়নি।'
আরও পড়ুন: '৪৮ ঘণ্টার 𓆏ধর্মঘট হবে', সরকারকে নাস্তানাবুদ করতে ব🌜ড় ছক ডিএ আন্দোলনকারীদের
এর আগে কুণাল ঘোষ এক ফেসবুক পোস্টে শতরূপকে নিয়ে প্রশ্ন তুলে লিখে🎶ছিলেন, '২০২১ সালের নির্বাচনী হলফনামায় শতরূপের সম্পত্তির হিসেব ২ লাখ টাকা। সেই শতরূপ কীভাবে ২২ লাখ টাকার গাড়ি কিনলেন?' এর জবাবে তরুণ বাম নেতা বলেন, 'যে গাড়িটির কথা বলা হচ্ছে, সেটি আমি জানুয়ারি মাসে কিনেছি। এই গাড়ির টাকা আমার বাবা দিয়েছেন। তাঁর ব্যাঙ্কের অ্যাকাউন্টের চেকে গাড়ির টাকা পরিশোধ করা হয়েছে। রাজ্যের হাতে ইকোনমিক অফেন্স উইং বলে একটি সংস্থা রয়েছে। যদি কোথাও টাকা পয়সা নিয়ে কোনও সন্দেহ থাকে তাদের, তাহলে সোশ্যাল মিডিয়ায় না বলে সেই সংস্থাকে দিয়ে তদন্ত করাতে পারে।'
আরও পড়ুন: ডিএ আন্দোলনকারীদের পাশে সচিবা༒লয় সহায়করা, মুখ্যমন্ত্রী লেখা হল খোলা চিঠি
আলিমুদ্দিন স্ট্রিটে দলের রাজ্য দফতরে এক সাংবাদিক বৈঠক করে শতরূপ গাড়ি সংক্রান্ত যাবতীয় নথি প্রকাশ্যে আনেন। কুণালকে তোপ দেগে সেই সাংবাদিক সম্মেলনে শতরূপ বলেছিলেন, 'আমি জানি না... হতে পারে কুণাল ঘোষের বাবার হয়ত কুণাল ঘোষ ছাড়াও অনামে বেনাম⭕ে আরও এদিকে-ওদিকে সন্তান ছড়িয়ে ছিলেন। তাই ওঁর বাবা হয়ত যখন কিছু কিনতেন, কোন সন্তানের নামে কিনবেন, তা বুঝতে না পেরে নিজের নামেই সব কিনতে♛ন। আমি জানি না উনি টেস্ট টিউব বেবি কিনা।'