ফের একবার বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব হলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার কালীঘাটে আরজি কর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবিতে এক জনসভায় তিনি বꦑলেন, বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আমরা আছি। আজকে বাংলাদেশে যা করছে কালকে পশ্চিমবঙ্গে তাই করবে।
আরও পড়ুন - 'বাঁধ কেটে গ্রামে জল ঢুকিয়েছে🅺 TMC, বাঁধ মেরামতির ৪০ কোটি হজম করেছে তারা ꧒'
পড়তে থাকুন - বাড়ি ফিরে ফেলে ꦿযা☂ওয়া চেয়ারে বসে কেঁদে ভাসালেন অনুব্রত
শুভেন্দুবাবুর কথায়, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার এটা কি ভুলে গেছেন আপনারা? গত তিন দিনে কী হয়েছে বাংলাদেশে? গতকাল ঢাকার উত্তরাতে মিছিল করে বলছে পুজো হতে দেব না। এত বড় সাহস। হিন্দু ছাত্রছাত্রীদের বলছে হিজাব পরে আসতে হবে। এক মৌলবি বলছে, হিন্দু দোকানে চুল – দাঁড়ি কাটবেন না, মিষ্টি কিনবেন না। বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আমরা আছি। আজকে বাংলাদেশে যা করছে কালকে পশ্চিমবঙ্গে তাই করবে। মমতা ব্যানার্জিকে ছাড়ব না। নদিয়ায় পুজো বন্ধ করেছে।ꩲ মালদায় পুজোর গেট বন্ধ করেছে। সরবেড়িয়ায় মূর্তি ভেঙেছে।’
আরও পড়ুন - সরকারি প্রকল্পের 🎃১২০ কোটি টাকা দুর্নীতির অভিযꦜোগে, পুরপ্রধানকে সাসপেন্ড করল TMC