বাগদা বিধানসভা কেন্দ্র থেকে এবারের উপনির্বাচনে জিতেছেন মধুপর্ণা ঠাকুর। তিনি হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা। কার্যত মর্যাদার লড়াইতে জিতেছেন তিনি। ২১শে জুলাইয়ꩲের মঞ্চে উপস্থিত ছিলেন দেশের সেই সর্বকনিষ্ঠ বিধায়ক মধুপর্ণা। এদিন ২১শের মঞ্চ থেকে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে সরাসরি বিঁধলেন ൩তিনি। ঘরে বসে থাকার পরামর্শ দিলেন তিনি।
মধুপর্ণা ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেন, ওঁর এমনিত🌳েই ডায়াবেটিস আছে। এত চাপ তিনি নিতে পারবেন না। আগামী লোকসভায় আপনার যত চাপ আছে আমায় দিয়ে দিন। আপনার জন্য় আপনার বোন সারা বাংলা ঘুরবে। আপনাকে আর কষ্ট করতে হবে না। আপনি ঘরে বসে থাকুন। আপনার জন্য আপনার বোন কষ্ট করবে।
এখানেই থেমে থাকেননি তিনি। মুখে নারীদের পাশে থাকার কথা বললেও, নারীদের সম্মান প্রদর্শনের কথা বললেও বাস্তবে বিজেপি কতটা নারীদের পাশে থাকে তা নিয়ে সংশয় প্রকাশ করেন মধুপর্ণা। মধুপর্ণা বলেন, আমার একটা প্রশ্ন আছে বিজেপির কাছে। যখনই ভোট আসে নারী শক্তির কথা বলে। যখন ৭ এপ্রিল আপনাদের মন্ত্রী, আমার দাদা শান্তনু ঠাক𒅌ুর মাঝরাতে আমাদের বের করে দিয়েছিলেন তার তো কোনও উত্তর দিলেন না। তার তো কোনও বিচার হল না কেন? সেই সঙ্গেই তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে লড়াই করার কোনও ক্ষমতা বিজেপির নেই।