SBSTC-র আন্দোলনরত কর্মীদের প্রধান দাবি মেনে নেওয়ার ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সোমবার দুপুরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে টেলিফোনিক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। তবে পরিবহণমন্ত্রীর আশ্বাসের পর আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে বাসকর্মী꧒দের থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সোমবার র🍎াজ্যে ৬ দিনে পড়েছে SBSTC-র অস্থায়ী কর্মীদের কর্মবিরতি। যার জেরে গোটা পশ্চিমবঙ্গে প্রায় স্তব্ধ সরকারি বাস পরিষেবা। যার ব্যাপক প্রভাব পড়েছে জেলাগুলিতে। পুজোর সময় জেলা থেকে কলকাতায় আসতে নাভিশ্বাস উঠছে ব্যবসায়ী ও সাধারণ মানুষের। পাশাপাশি কলকাতা থেকে জেলায় ফিরতেও ব্যাপক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। পরিবহণ কর্মীদের অন্যতম দাবি, তাদের মাসে ২৬ দিন কাজ🌟 ও ৪ দিন সবেতন ছুটির ব্যবস্থা করতে হবে। তবে এতদিন এনিয়ে কোনও উচ্চবাচ্য করেনি সরকার। আন্দোলনকারীদের সঙ্গে কোনও আলোচনাতেও বসেনি তারা। উলটে এই আন্দোলনের জন্য বামপন্থী ও বিজেপিকে কাঠগড়ায় তুলেছে SBSTC-র কর্মকর্তারা। যদিও আন্দোলন হচ্ছে তৃণমূলের পতাকা হাতে।
তারাতলায় চলন্ত স্কুলবাসে ভয়াবহ আগুন, দাউ দাউ করে জ্বলে গেল…
এদিন স্নেহাশিস💮বাবু জানিয়েছেন, অস্থায়ী কর্মীদের মাসে ৪ দিন ছুটি নিশ্চিত করতে সরকার ভাবনা চিন্তা করছে। আমি 🃏আন্দোলনকারীদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে অনুরোধ করব।