নবমীর দিন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল শহরে। দুর্গাপুজোর সময় যখন রাজপথে মানুষের ঢল নেমেছে তখনই গঙ্গায় তলিয়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটল খাস কলকাতায়। দুর্গাপুজোর সময় এমন মর্মান্তিক মৃত্যুর 🅷খবরে আলোড়ন পড়ে গিয়েছে। শোভাবাজারের গঙ্গায় ডুবে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। আজ, নবমীর দিন শোভাবাজারের পাথুরিয়াঘাটায় গঙ্গায় তলিয়ে গিয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। এই ঘটনা প্রকাশ্যে আꩵসতেই শোরগোল পড়ে গিয়েছে।
বিষয়টি ঠিক কী ঘটেছে? স্থানীয় সূত্রে খবর, আজ সোমবার সকালে স্নান করতে এসে তলিয়ে যান এক ব্যক্তি। বয়স আনুমানিক ৫০। খবর ছড়িয়ে পড়তেই ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়। প্রায় দু’ঘণ্টা খোঁজার পর উদ্ধার 🌞হয় ওই ব্যক্তির দেহ। মৃত ব্যক্তি এলাকারই বাসিন্দা বলে পুলিশ সূত্রে🃏 খবর। তবে মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। দুর্গাপুজোর সময় জেলা থেকে শহর সর্বত্র একাধিক পথ দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। নবমীর দিনই হাওড়া এবং মালদায় পৃথক দুর্ঘটনায় মৃত্যুর খবর সামনে এসেছে। সেখানে যোগ হল শোভাবাজারের ঘটনা।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, ওই ব্য♛ক্তি গঙ্গায় স্নান করতে নেমে ছিলেন। কিন্তু কোনও কারণে টাল সামলাতে না পেরে তলিয়ে যান। এই ঘটনা কয়েকজন দেখতে পেয়ে এগিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি। তখন স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ গঙ্গায় ডুবুরি নামিয়ে খুঁজতে শুরু করেন। বেশ কিছুক্ষ♏ণ খোঁজার পর উদ্ধার করা হয় ওই তলিয়ে যাওয়া ব্যক্তিকে। হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এলাকার বাসিন্দা বলে জানা গেলেও নাম–পরিচয় মেলেনি।
আরও পড়ুন: ‘শুধু সাংসদ পদ খারিজ নয়, আমরা ওঁকে জেলে দেখ𝐆তে চাই’, নবমীতে মহুয়া ইস্যুতে হুঙ্কার শ𒅌ুভেন্দুর
আর কী জানা যাচ্ছে? সেপ্টেম্বর মাসে ক্যানিং থানার গোপালপুর অঞ্চলের ভদ্রী গ্রামে জলে ডুবে মৃত্যু হয়েছিল একই পরিবারের দুই নাবালক সদস্যের। মৃতদের নাম—তন্ময় মণ্ডল এবং সায়ন মণ্ডল। দুই ভাই বাড়ির কাছে পুকুর ধারে খেলছিল। হঠাৎই ছোট ভাই সায়ন জলে পড়ে যায়। তাকে বাঁচাতে জলে নামে দাদা তন্ময়। কিন্তু দু’জনেই ড🌜ুবে যায়। এই শোভাবাজারের গঙ্গাতে আগেও তলিয়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে দুর্গাপুজো চলাকালীন এমন ঘটনা ঘটেনি। এই ঘটনার পর নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। কারণ আগামীকাল বিজয়া দশমী। তখন প্রতিমা নিরঞ্জন করতে এখানে অনেক মানুষজন আসবেন। সে সময় যাতে অঘটন না ঘটে সেটা খেয়াল রাখতে হবে।