পুজোর আর এক মাসও বাকি নেই। তাই শনিবার এবং রবিবার হলেই মানুষ কেনাকাটি করবেন। শহর এবং শহরতলি থꦐেকে বহু মানুষ নিউ মার্কেটে (এসপ্ল্যানেড) আসেন। আর সেটা বিবেচনা করে দুর্গাপুজোর আগে শনিবার এবং রবিবার বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সাধারণত শনিবার এবং রবিবার কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে (দক্ষিণেশ্বর-কবি সুভাষ, ব্লু লাইন) যে সংখ্যক মেট্রো চালানো হয়, আগামী চারটি শনিবার এবং চারটি রবিবার তার থেকে অনেক বেশি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুজোর আগে শনিবার মেট্রো পরিষেবা
শনিবার সাধারণত মোট ২৩৪টি মেট্রো চালানো হয়। আগামী ১৪ সেপ্টেম্বর এবং আগামী ২১ সেপ্টেম্বর সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ২৬২টি। আর পুজোর আগে শেষ দুটি শনিবার আরও মেট্রো বেশি সংখ্যক মেট্রো চলবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েꦍছে, আগামী ২৮ সেপ্টেম্বর এবং আগামী ৫ অক্টোবর ২৮৮টি মেট্রো চালানো হবে। অর্থাৎ কর্মদিবসের মতোই চলবে মেট্রো। এখন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দিনে♎ ২৯০টি মেট্রো চালানো হয়।
পুজোর আগে রবিবার মেট্রো পরিষেবা
বর্তমানে কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে র♕বিবার ১৩০টি মেট্রো চালানো হবে। পুজোর আগে শেষ চারটি রবিবার 🌌(১৫ সেপ্টেম্বর, ২২ সেপ্টেম্বর, ২৯ সেপ্টেম্বর এবং ৬ অক্টোবর) ১৯৬টি মেট্রো চালানো হবে।
শনিবার প্রথম মেট্রোর টাইমটেবিল
১) দমদম থেকে কবি সুভাষ: সকাল ৬ টা ৫০ মিনিট (কোনও🤡 পরিবর্তন হয়নি)।
২) কবি সুভাষ 𒁏থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬ টা ৫০ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।
৩) দমদম থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬ টা ৫৫ মি⛄নিট (কোনও পরিবর্তন হয়নি)।
৪) দক্ষিণেশ্বর 💙থেকে কবি সুভাষ: সকাল ৭ টা (কোনও পরিবর্তন হয়নি▨)।
শনিবার শেষ মেট্রোর টাইমটেবিল
১) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: রাত 💞৯ টা ২৮ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।
২) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: রাত ৯ ট�🎃�া ৩০ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।
৩) দমদম থেকে কবি সুভাষ: রাত ৯ টা ৪০ মিনিট (কোনও পরিꦬবর্তন হয়নি)।
৪) কবি সুভাষ থেকে দমদম: রাত ৯ টা ৪০ মিন💝িট (কোনও পরিবর্তন হয়নি)।
আরও পড়ুন: Durga Puja 2024♉ Tith🐲i: দুর্গাপুজো ২০২৪এ নবমী-দশমী একইসঙ্গে পড়েছে শনিবার! তিথি একনজরে
রবিবার প্রথম মেট্রোর টাইমটেবিল
১) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: সকাল ৯ টা ܫ(কোনও পরিবর্তন হয়নি𒊎)।
২) দক্ষিণেশ্বর ♔থেকে কব♔ি সুভাষ: সকাল ৯ টা (কোনও পরিবর্তন হয়নি)।
৩) দমদম থেকে কবি সুভাষ: সকাল ৯ ট🌊া (কো൩নও পরিবর্তন হয়নি)।
৪) দমদম থেকে ♏দক্ষিণেশ্বর: সকাল ৯ টা (কোনও পরিবর্তন হ🐼য়নি)।
রবিবার শেষ মেট্রোর টাইমটেবিল
১) কবি সুভা♌ষ থেকে দক্ষিণেশ্🍰বর: রাত ৯ টা ৩০ মিনিট (রাত ৯ টা ২৭ মিনিটের পরিবর্তে)।
২) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: রাত ৯ টা ২৮ মিনিট (কোনও পরিবর্তন হ⭕য়নি)।
৩) দমদম থেকে কবি সুভাষ: রাত ৯ টা ৪💜০ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।
৪) কবি সুভাষ থেকে দমদম: রা🎉ত ৯ টা ৪০ মিনিটꦏ (কোনও পরিবর্তন হয়নি)।