আগামী ৫ নভেম্বর কলকাতা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নবান্নে পূর্বাঞ্চল নিরাপত্তা বৈঠকে যোগ দেবেন তিনি। ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর পৃথক বৈঠক নিয়ে। এই পরিস্থিতিতে বঙ্গ–বিজেপির নেতারা চেষ্টা করছেন তাঁকে চাকরিপ্রার্থীদের ধর্না মঞ্চে নিয়ে যেতে। আগে কলকাতা পুরসভা নির্বাচনের সময় বিজেপির এক কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কাশী🌃পুরে মৃতের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল অমিত শাহকে। তাতে মুখ পুড়েছিল গোটা দলের।
আর কী জানা যাচ্ছে? আগামী ৫ নভেম্বর অমিত শাহের কলকাতায় আসছেন। আর এই সফরকে কাজে লাগাতে চা✅য় বিজেপি। নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে অংশ নেবেন তিনি। ওই বৈঠকে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্র🤡ীরা হাজির থাকবেন। অমিত শাহ এই পরিষদের সভাপতি এবং সহ–সভাপতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের সঙ্গে পৃথক বৈঠক হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে গুঞ্জন শুরু হয়েছে। যদিও তা এখনও চূড়ান্ত হয়নি।
বিজেপি ঠিক কী করতে চাইছে? স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরসূচিতে বিজেপি রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে,🌜 কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এসেও শিক্ষকের চাকরি থেকে বঞ্চিতদের ধর্না মঞ্চে না গেলে বিজেপি বিরোধীরা সেটা নিয়ে জলঘোলা করতে পারে। যেখানে বিজেপি নেতাদের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েꦦছিল কেন্দ্রীয় মন্ত্রীকে এখানে নিয়ে আসা হবে। সেখানে তা না হলে রাজ্যবাসীও বিষয়টি ভালভাবে নেবে না।
কী বলছেন বিজেপির রাজ্য সভাপতি? কয়েকদিন আগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে কলকাতায় দেখা করেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কলকাতায় তাঁর হোটেলে গিয়ে দেখা করেছিলেন আন্দোলনকারীরা। বিজেপির রাজ্য নেতারাও বারবার গিয়েছেন চাকরিপ্রার্থীদের কাছে। কিন্তু এখনও পর্যন্ত বামেদের উপস্থিতি এবং সক্রিয়তাই বেশি দেখা গিয়েছে। তাই অমিত শাহকে ধর্না মঞ্চে নিয়ে গিয়ে বাজিমাত করতে চাইছে বঙ্গ–বিজেপির নেতারা। এই বিষয়ে সংবাদমাধ্যমে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের সঙ্গে যোগায♛োগ রাখছি। যাতে ধর্না মঞ্চে যাওয়ার জন্য সময় বের করা যায়