চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাজের সময় বেঁধে দিল স্বাস্থ্য দফতর
1 মিনিটে পড়ুন Updated: 01 Jun 2021, 11:18 PM IST Krishanu Dey স্বাস্থ্য দফতরের তরফে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। শুধু তাই নয়, রাতের বেলায় তাঁদের ডিউটির সময় ৬-৭ ঘন্টা করতে বলা হয়েছে। এই মুহূর্তে হাসপাতালগুলিতে পর্যাপ্ত কর্মী, নার্স ও চিকিৎসক থাকায়, তাঁদের সপ্তাহে ২-৩ দিন করে ছুটি দিতে হবে বলেও নির্দেশিকায় জানিয়েছে স্বাস্থ্য দফতর।