দুর্নীতির ঘনঘটার মধ্যে রাজ্যে আরও এক দুর্নীতির অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার রাজ্যে আবগারি দুর্নীতির অভিযোগ করে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বার বার চাইলেন রাজ্যের আব﷽গারি নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রকাশ্যে 👍আনছেন না বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন - ‘যে IPSরা তৃণমূলের হয়ে ইলেক্টোরাল বন্ডে 🧔টাকা তুলেছেন তাদের নাম বলুন’
পড়তে থাকুন - জনসংখ্যা প্রায় ꦿ২🐽 লক্ষ, জলাজমি ভরিয়ে গজিয়ে ওঠা গুলশন কলোনিতে ভোটার মেরেকেটে ২,৮০০
শুভেন্দুবাবু বলেন, ‘আপনি বেভারেজ করপোরেশন অফ বেঙ্গলকে তুল🅺ে দিলেন। সেটা সরকারের করপোরেশন। আপনি দিল্লির এক্সাইজ পলিসির মতো এখানে চারটে ডিস্ট্রিবিউটরকে ডেকে আনলেন মদের জন্য। আমি ৩ বার RTI করেছি। কিন্তু রাজ্য সরকার আমাকে এক্সাইজ পলিসি দিচ্ছে না। আপনি তো লুকাতে চাইছেন। আপনি নিজে দুর্নীতি করাচ্ছেন, করছেন, সুরক্ষা দিচ্ছেন এবং দুর্নীতির টাকায় আপনার দল চলছে।’
মুখ্যমন্ত্রী যখন কয়লা - বালি পাচারের জন্য রাজ্য পুলিশের নিচু তলার একাংশকে দায়ী করছেন তখন পালটা মুখ্যমন্ত্রী𒈔র প্রত্যক্ষ মদতে দুর্নীতি চলছে বলে অভিযোগ করেন শুভেন্দু। তিনি বলেন, ‘জল জীবন মিশনে যে ঠিকাদার বরাত পেয়েছেন তিনি ২০২১ সালে IPACকে ১২ কোটি টাকা দিয়েছিলেন। সাইকেলেও দুর্নীতি আছে। প্রতি বছর রাজ্য সরকার ২০ লক্ষ সাইকেল কেনে। তার মধ্যে কেন্দ্রের একটা বড় টাকা আছে। আপনি এক একটা সাইকেল কিনেছেন ৭,৯৪৮ টাকায়। ৫ বছর ধরে দাম বদলায়নি।’
আরও পড়ুন - কল্যাণ✃ের দাবি মন⭕্দারমণির হোটেল তৈরি হয়েছে ২০০৯ পর্যন্ত, উপগ্রহ ছবি বলছে অন্য কথা
শুভেন্দুর চ্যালেঞ্জ, ‘শুধু বালি - কয়লার ঘাড়ে দোষ চাপালে হবে না, এমন কোনও✤ জায়গা নেই যেখানে আপনার প্রত্যক্ষ মদতে আপনার দল, আপনার ঘনিষ্ঠ লোকেরা, আপনার পরিবারের সদস্যরা তারা সিন্ডিকেট করে টাকা তুলছে না। আপনি বিরোধী দলনেতাকে আহ্বান করুন। আমি তথ্য সরবরাহ করার কাজ করব। তার আগে যে সমস্ত চিটিংবাজ সংস্থার কাছ থেকে ইলেক্টোরাল বন্ডে টাকা তুলেছেন সমস্ত টাকা ফেরত দিয়ে সংস্কার করে দেখান।’