রাজ্যে বিরোধীদের ওপর তৃণমূলের লাগাতার হামলা নিয়ে দৃষ্টি আকর্ষণ করতে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন 𒊎বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার সকালে সুকান্তবাবুর সঙ্গে রাজভবনে যান বিজেপি 𝓡নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। বেরিয়ে এসে তিনি জানান, রাজ্যপালকে বলেছি, আমরা প্রতিরোধ করলে পরিস্থিতি আরও খারাপ হবে।
এদিন রাজ্যপালের সঙ্গে প্রায় ৪৫ মিনিট কথা হয় সুকান্তবাবুদের। বেরিয়ে তিনি বলেন, ‘রাজ্যে লাগাতার বিরো🀅ধীদের ওপর হামলা হচ্ছে। স্বাধꦗীনতা দিবসেও আমাদের কর্মীর ওপর হামলা হয়েছে। রাজ্যপালের সামনে পরিস্থিতি তুলে ধরেছি।’
মমতা পাশে দাঁড়াতেই বদলে গেল কেষ্টর বডি ল্যাঙ্গুয়েজ
সুকান্তবাবু বলেন, ‘গত কয়েক বছর ধরে তৃণমূল এই কাজ করে চলেছে। আমরা 𓂃সহ্য করছি। কিন্ত🌠ু সহ্যেরও সীমা আছে। আমরা প্রত্যাঘাত করলে রাজ্যের পরিস্থিতি আরও খারাপ হবে।’
কেন্দ্রীয় এজেন্সির বিরোধিতায় তৃণমূলের মিছিলকেও কটাক্🎉ষ 💜করেছেন সুকান্তবাবু। তিনি বলেন, ‘চোর বাঁচাও আন্দোলন চলছে।’ তিনি বলেন, রাজ্যপালকে দ্রুত আইনশৃঙ্খলায় নজর দিতে অনুরোধ করেছি।
এদিন সুকান্তবাবু জানান, রাজ্য 🔯বিজেপি নেতৃত্ব বৈঠক করে নবান্ন অভিযান কর্মসূচি ঠিক করবে। আগামী ৭ সেপ্টেম্বর দুর্নীতির প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি।