পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে ১৮,০০০ শূন্যপদের তালিকা তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ২৯ জুলাইয়ের (শুক্রবার) মধ্যে সম্পূর্ণ তালিকা জমা দিত𝄹ে বলেছেন বিচারপতি অভিজিৎ গ🦹ঙ্গোপাধ্যায়।
সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, সংবাদমাধ্যমে💙র সূত্রে কানে এসেছে যে আদালতের জন্যই নাকি শিক্ষক নিয়োগের শূন্যপদ পূরণ করা যাচ্ছে না বলে দাবি করা হচ্ছে। সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে ꧅শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কত শূন্যপদ আছে, শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে ২৯ জুলাইয়ের মধ্যে সেই তালিকা জমা দিতে বলেছেন বিচারপতি। গ্রন্থাগারিক নিয়োগের ক্ষেত্রে শূন্যপদ থাকলেও জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘বেকারদের জন্য কত শূন্যপদ আছে, তা জানতে চাই।’
আরও পড়ুন: পার্থর দেহরক্ষীর ১০ আত্মীয়ের একসঙ্গে চাকরি, সবাইকে 🐲মামল🌜ায় যুক্ত করতে বলল আদালত
এবারের একুশে জুলাইয়ের সমাবেশ থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুꦍখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, ‘শিক্ষক নিয়োগের জন্য ১৭,০০০ পদ তৈরি আছে। কোর্টে কেস চলছে বলে নিয়োগ করতে পারছি না।’ সঙ্গে বলেছিলে🌞ন, ‘আমরা চাই চাকরি হোক, বিজেপি চায় চাকরি যাক। বিজেপি কুটুস-কুটুস করে কামড়াচ্ছে।’ সেই মন্তব্যের প্রেক্ষিতেই হাইকোর্ট তালিকা পেশের নির্দেশ দিয়েছে কিনা, তা অবশ্য জানানো হয়নি।