পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের যে𓄧 ১০ জনের বিরুদ্ধে প্রাথমিকে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল তাদের সবাইকে 🔯নিয়োদ দুর্নীতি মামলায় যুক্ত করার নির্দেশ দিল আদালত। এই ঘটনায় পূর্ব মেদিনীপুরজুড়ে শোরগোল পড়েছে। আদালতের নির্দেশ, দ্রুত মামলায় যুক্ত করতে হবে তাদের।
শিক্ষক নিয়োগ মামলার গত শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন দেহরক্ষীর পরিবারের ১০ জনের চাকরি পাওয়ার কথা উল্লেখ করেন মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। আদা🐈লতে নামের তালিকা দিয়ে প্রশ্ন তোলে൩ন, একই বছরে একই পরিবারের ১০ জন সরকারি চাকরি পেলেন, এটা কী করে সম্ভব। আদালত তাঁকে জানায়, মুখে বললে হবে না।
তালিকা জমা দিয়ে সোমবার আদালতে হলফনামা জমা দেন মামলাকারীদের আইনজীবী। এর পরই ১০ জনকে মামলায় যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি। এই ১০ জনের মধ্যে রয়েছেন বিশ্বম্ভরবাবুর স্ত্রী রিনা, দুই ভাই, মাসত💜ুতো ভাই, মাসতুতো বোন, মেসোমশাই, মাসতুতো জামাই, শ্যালক অরূপ ভৌমিক, শ্যালিকা ও ১প্রতিবেশী।