বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে জয় পেয়েছে ভারত। ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টিম ইন্ডিয়া। পার্থে রোহিত শর্মার জায়গায় ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যায় জসপ্রীত বুমরাহকে। কারণ, সদ্য পুত্র সন্তানের পিতা হয়েছেন ‘হিট ম্যান’। অধিনায়ক হিসেবে এটি বুমরাহের দ্বিতীয় টেস্ট ম্যাচ ছিল। এর আগে ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্যাচে অধিনায়ক হয়েছিলেন তিনি। স্বভাবতই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই জয় তাঁর কাছে খুব স্পেশাল। এদিন টেস্টের প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন তিনি। ২ ইনিংস মিলিয়ে বুমরাহ মোট ৮টি উইকেট নেন। ম্যাচের শেষে নিয়ম মাফিক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছিলেন তিনি। সেখানেই এক আজব প্🐟রশ্নের মুখোমুখি♓ হতে হয় তাঁকে।
বুমরাহের কাছে সাংবাদিকরা খেলার বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন রাখছিলেন। তখন তাঁকে একজন প্রশ্ন করেন, ‘ক্যাপ্টেন হিসেবে আপনার কেমন লাগছে দলে জসপ্রীত বুমরাহের মতো ক্রিকেটারকে পেয়ে?’ এমন আজব প্রশ্ন শুনে হতভম্ব হয়ে যান বুমরাহ। এরপর মুচকি হেসে তিনি বলেন, ‘আমি জানি না এই প্রশ্নের উত্তর আমি কী দেব, অবশ্যই খুব ভালো লাগছে। অধিনায়ক হিসেবে এটা আমার প্রথম জয়। তবে সব থেকে বেশি খুশি হয়েছি দলের পারফরম্যান্স দেখে। প্রথম দিকে চাপে পড়ে যাওয়ার পর যেভাবে তারা নিজেদের খেলা খেলেছে তা প্রশংসনীয়। যখন কঠিন পরিস্থিতি তৈরি হয় তখন আমি ভাবি কীভাবে দলকꦓে সাহায্য করতে পারব। যখন আমি অধিনায়ক ছিলাম না তখনও একই জিনিস ভাবতাম। আমি সব সময় ভাবার চেষ্টা করি যদি আমি এই পরিস্থিতিতে বল করি তাহলে কী করব। এবার আমরা নতুন দল নিয়ে অস্ট্রেলি⛄য়া সফরে এসেছিলাম, তাই আগে থেকেই চাপ ছিল।’
তিনি আরও বলেন, ‘আমি সব সময় চেষ্টা করছিলাম চাপটা নিজের উপর নেওয়ার, যাতে নতুন যারা খেলছে তাদের জন্য বিষয়টা সহজ হয়ে যায়। প্রথম ম্যাচে নেমেই চাপ নেওয়া সম্ভব হয় না কারোর পক্ষে। আপনাকে আপনার জায়গা তৈরি করতে হয়। আমি খুশি প্রথম টেস্ট জিততে পেরে।’ উল্লেখ্য, ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ২৯৫ রানে জয় পেয়েছে। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে এত বড় রানের ব্যবধানে কোনও বার জয় পায়নি তারা। শুধু তাই নয়, এশিয়ার বাইরে কোনও টেস্টেই এতো বড় রানে জয় পায়নি ♓ভারত।꧃