অবসরপ্রাপ্ত কূটনীতিক লক্ষ্মী পুরীর দায়ের করা মামলায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলেকে ৫০ লক্ষ টাকা জরিমানা করল দিল্লি হাই কোর্ট। সঙ্গে সোশ্যাল মডিয়ায় সাকেতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রাক্তন কূটনীতিক লক্ষ্মী পুরী ব্যক্তিগত সম্পর্কে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী𓆉র স্ত্রী।
আরও পড়ুন - বাংলায় তৃণমূল শরিয়া⛦ আদালত চালাচ্ছে, চোপড়ার ঘটনায় দাবি BJP নেতা অমিত মালব্যের
পড়তে থাকুন - স্কুলের নবীনবরণে ছাত্রদের জয় শ্রী রাম বলতে🐻 বাধা দেওয়ার অভিযোগ TM🔜C নেতা শিক্ষকের বিরুদ্ধে
২০২১ সালের ১৩ ও ২৬ জুন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাকেত গোখলে দাবি করেন লক্ষ্মী পুরীর সুইৎজারল্যান্ডে আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে🐎। সেই পোস্টে মন্ত্রী হরদীপ সিং পুরীকেও উল্লেখ করেন তিনি। অভিযোগ অস্বীকার করে সাকেত গোখেলের বিরুদ্ধে দিল্লি হাইকোর💝্টে মানহানির মামলা করেন লক্ষ্মী পুরী। আদালতে তিনি জানান, সাকেত গোখেলের অভিযোগ ভিত্তিহীন। এতে তাঁর মানহানি হয়েছে, তাঁর নামে সমাজে মিথ্যা অপবাদ ছড়ানোর চেষ্টা করেছেন সাকেত। একই সঙ্গে তিনি জানান, রাষ্ট্রসংঘের বাণিজ্য সংক্রান্ত সম্মেলনে ভারত সরকার তাঁকে মোতায়েন করেছিল। সেই সূত্রে সুইৎজারল্যান্ডে ছিলেন তিনি।
আদালতে লক্ষ্মী পুরীর আইনজীবী সওয়াল করে বলেছিলেন, ‘লক্ষ্মী পুরী কোনও জনপ্রতিনিধি নন। ফলে তাঁর সহমতি ছাড়া তাঁর ব্যক্তিগত লেনদেন খতিয়ে দেখা যেতে পারে না।’ পালটা সাকেতের আইনজী💃বী সওয়াল করেন, ‘প্রকাশ্য জীবনে রয়েছেন এমন যে কারও সম্পত্তি নিয়ে যে কোনও নাগরিক প্রশ্ন তুলতে পারেন।’
আরও পড়ুন - উনি 'বুলডোজার মাতা' হয়ে উঠেছেন, কাকে একথা বললেন ⛦সুকান্ত মজুমদার?
সেই মামলার রায়ে সোমবার সাকেত গোখেলকে ৫০ লক্ষ টাকা জরিমানা করেছে দিল্লি হাইকোর্ট। রায়ে আদালত উল্লেখ করেছে সোশ্যাল মিডিয়ায় ও একটি বহুল প্রচারিত সংবাদপত্রে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সাকেত গোখেলকে। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট যেন💝 অন্তত ৬ মাস থাকে।