ট্যাব কেলেঙ্কারিতে নতুন তথ্য⭕ এল গোয়েন্দাদের হাতে। যাদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকেছে তাদের বয়ানের ভিত্তিতে বিহারের পথিয়া থানা এলাকার এক ব্যক্তির ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের দাবি, ওই ব্যক্তিই তাঁদের ভুল বুঝিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়েছিলেন। তার পর নিজের কাছে রেখে দিয়েছিলেন সমস🦩্ত নথি।
আরও পড়ুন - হাসপাতꦡাল থেকে জেলে ফিরেছেন জ্যোতিপ্রিয়, ভার𓆉্চুয়ালি হাজির আদালতের শুনানিতে
পড়তে থাকুন - বেলডাঙা নিয়ে🤡 সোশ্যাল মিডিয়ায় সংযত থাকতে বলল HC, BJP-র দাবি - ৪ জেলায় বন্ধ নেট
পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে ৯ জন বিহারের ෴পথিয়া থানার বাসিন্দা। তারা সবাই পুলিশকে জানিয়েছেন পথিয়া থানা এলাকার এক ব্যক্তির কথাতেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে খোলেন তাঁরা। তার পর সেই অ্যাকাউন্টের এটিএম কার্ড, চেক বই থেকে যাবতীয় নথি নিজের কাছে রেখে দিয়েছিল ওই ব্যক্তি। ধৃতদের দাবি, ভুল বুঝিয়ে গত জুন মাসে তাদের দিয়ে অ্যাকাউন্ট খোলানো হয়।
তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতদের মধ্যে ৩ জন ইতিমধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দিয়েছেন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২টি মোবাইল ফোন। একজ🐻নের কাছ থেকে প্রচুর ডেবিট কার্ড উদ্ধার হয়েছে। যার কোনওটাই তাঁর নামে নয়। ধৃতরা জানিয়েছেন, তাদের অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা ঢুকলে ডেবিট কার্ড বা UPI দিয়ে তুলে নিত ওই ব্যক্তি। পথিয়া থানা এলাকার ওই ব্যক্তির খোঁজ শুরু করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। ওই ব্যক্তি ট্যাব কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত বলে মনে করছেন তাঁরা।
আরও পড়ুন - ‘হিন্🐬দুদের উপর অত্যাচার নিয়ে নীরব মমতা!’ পুলিশের রদবদল নিয়ে বিস্ফোরক সুকান্ত
ওদিকে ট্যাব কেলেঙ্কারিতে উত্তর দিনাজপুরের খো🌊ঁচাবাড়ি থেকে আরেক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।