আরও একটা পুজো জেলেই কাটতে চলেছে তৃণমূলের প্রাক্তন মহাসচিব তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। সোমবার তা স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলার শুনান🤡ি শেষ হয়েছে। তবে রায়দান পুজোর ছুটির পরে হবে বলে জানিয়েছেন বিচারপতিরা। ফলে জেলেই এই নিয়ে তৃতীয় পুজো কাটাতে চলেছেন শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন - ‘দোষীদের ফাঁসি দেওয়া হোক’ জয়নগর কাণ্ডে পথে নেমে দাবি নির্যাতিতার ‘দিদিমণি’ಞর
পড়তে থাকুন - ফ🦋াঁড়ির পুলিশ আধিকারিক শাহনাওয়াজের নেতৃত্বে নির্যাতিতার পরি🌌জনদের মারধরের অভিযোগ
পুজোর আগে পার্থর মুক্তির সম্ভাবনা কম বলে আগেই🍰 জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সোমবার পার্থর জামিনের মামলার শুনানি হয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। এর পর আদালত জানায় এই ম🍃ামলার রায়দান হবে পুজোর পরে।
পুজোর ছুটির পর নভেম্বরে ফের খুলবে হাইকোর্ট। তখন এই মামলার রায়দান হতে পারে বলে মনে করা হচ্ছে🀅। তাছাড়া ইডির মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ। সেই ১৪ অক্টোবর বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে সেই মামলার শুনানি হওয়ার কথা। সেদিন সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে নজর থাকবে সবার।
২০২২ সালের ২২ জুলাই নাকতলার বাড়ি থেকে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা নিয়োগ দুর্নীতিতে সেদিন তাঁর বাড়িতওে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি। এর পর একটি নথির সূত্র ধরে পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাটে হানা দেন গোয়েন্দারা। সেই রাতে সেখানে উদ্ধার হয় প্রায় ২০ কোটি টাকা। এর পর পার্থকে গ্রেফতার করেন তদন্তকারীরা।
আরও পড়ুন - ধর্ষিতাকে থানা🧜য় ডেকে অভিযোগ তোলার জন্য হুমকি🌼 দিচ্ছে পুলিশ!
এদিন শিক্ষা নিয়োগ দুর্নীতি♉তে গ্রেফতার সুবীরেশসহ অন🃏্যান্যদের জামিনের শুনানিও শেষ হয়েছে।