মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ🌠 বোসের করা মানহানির মামলার শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টে। সোমবার বিচারপতি অমৃতা রাওয়ের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানি শেষ হলেও এদিন রায়দান স্থগিত রাখেন বিচারপতি। এমনকী মামলার রায়দান কবে হবে তাও জানাননি তিনি।
আরও পড়ুন - আবার কি শপথ জটিলতা? স্পিকারক♕ে দায়িত্ব দিতে 𝓡অনুরোধ করে রাজ্যপালকে চিঠি রাজ্যের
পড়তে থাকুন - ২১ জুলাই 'গণতন🐻্ত্র হত্যা দিবস' পালন করবে BJP, ২২ জুলাই CESC অভিযান
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এক মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই মামলার শুনানিতে সোমবার রাজ্যপালের আইনজীবী বলেন, ‘রাজ্যপালকে বিধানসভা নির্বাচনে জয়ী ২ প্রার্থী যে চিঠি দিয়েছিলেন তাতে কোথাও রাজভবনে যেতে তাদের ভয়ের কথা জান🐻াননি। তাহলে মুখ্যমন্ত্রীর ‘মহিলারা𝐆 রাজভবনে যেতে ভয় পান’ বলবে মন্তব্য করলেন কেন? এই মন্তব্য অবমাননাকর। রাজ্যপালের বিরুদ্ধে যে মন্তব্য করা হয়েছে সেটা অস্বীকার করা সম্ভব নয়।’
পালটা র🍸াজ্যের আইনজীবী বলেন, ‘রাজ্যপালের বিরুদ্ধে ২টি অভিযোগ প্রকাশ্যে এসেছে। তার মধ্যে ১𒈔 জন রাজভবনের কর্মী ও অন্যজন নৃত্যশিল্পী। তাছাড়া অনেক মহিলা মুখ্যমন্ত্রীকে এই নিয়ে মন্তব্য করেছিলেন। তার জেরেই মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেছেন। এটা তাঁর বাকস্বাধীনতার অন্তর্গত। এতে কারও মানহানি হওয়া সম্ভব নয়।’
তখন বিচারপতি জানতে চান, ‘অভিযোগের প্রেক𒅌্ষিতে কি রাজ্যপালের বিরুদ্ধে কোনও FIR দায়ের হয়েছে?’ জবাবে রাজ্যের আইনজীবী বলেন, রাজ্যপালের বিরুদ্ধে FIR করার এক্তিয়ার পুলিশের নেই। তবে তাঁর OSDর বিরুদ্ধে FIR হয়েছে। সেই FIRএ হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে।
আরও পড়ুন - তৃণমূলকে ভোট না দিলে কেটে 🤡দেওয়া হবে লক্ষ্মীর ♕ভাণ্ডার, হুঁশিয়ারি তৃণমূল নেতার
এর পর রাজ্যপালের আইনজীবী বলেন, বিধায়কদের শপথগ্রহণ সম্পূর্ণ একটি প্রক্রিয়াগত ব্যাপার। এর মধ্যে অন্য কোনও বিষয় অন্🍰তর্ভুক্ত করা হল কেন? রাজ্যপালের মানহানির উদ্দেশেই এই মন্তব্য করা হয়েছে।
এর পর বিচারপতি রাও মামলার শুনা🙈নি এদিনের মতো মুলতুবি বলে ঘোষণা করেন। তবে রায়দান কবে হবে তা জানাননি তিনি।