বিমান আকাশে উড়ান শুরু করার আগে বিপত্তি। মুম্বইগামী এয়ার ইন🉐্ডিয়ার বিমানের ইঞ্জিনের ব্লেড🌟ের সঙ্গে ধাক্কা লাগল পাখির। যদিও চালকের তৎপরতায় সেভাবে কোনও দুর্ঘটনা ঘটেনি। যাত্রীবাহী ওই বিমানটিতে মোট ১১৯ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রু ছিলেন। বিমানের ডানদিকের ইঞ্জিনের ব্লেডে পাখির সঙ্গে ধাক্কা বলে জানা গিয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার সকাল ৯ টা ৪০ মিনিট নাগাদ কলকাতা থেকে মুম্বই এয়ার ইন্ডিয়ার এয🔴়ার ৬৭৬ বিমান উড়ান শুরু করার আগে দেখা যায় ডানদিকের ব্লেড একটু বেঁকে রয়েছে। ঘটনায় পাইলট তৎক্ষণাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের স💮ঙ্গে যোগাযোগ করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিমানটি মুম্বই থেকে কলকাতা আসার সময় ব্লেডে পাখির সঙ্গে ধাক্কা লেগেছিল। শেষ খবর পাওয়া অনুযায়ী, বিমানটির মেরামতি🌺 করা হয়। তারপরে সেটি মেরামতির কাজের জন্য যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়।
উল্লেখ্য, এর আগেও পাখির ধাক্কায় একাধিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। এর আগের দিনই দুবা🗹ইগামী একটা বিমানে পাখির ধাক্কা লাগে। তার জেরে দিল্লি বিমানবন্দরে বেশ কিছু সময়ের জন্য জরুরি পরিস্থিতি ঘোষণা করতে হয়। শনিবার সকাল ১০.৪৬ নাগাদ দুবাইয়ের উদ্দেশে উড়ে যাচ্ছিল বিমানটি। কিন্তু রানওয়ে ছাড়ার পরেই বিমানের সামনে এসে ধাক্কা মারে একটি পাখি। জরুরি অবতরণ করে বিমানটি।