আরজি কর কাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিলেন নির্যাতিতার বাবা - মা। মঙ্গলবার বেলা ১১টা ২১ মিনিটে ইমেইলে অমিত শাহকে এই চিঠি পাঠিয়েছেন তাঁরা। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এব্যাপারে তাঁরা বেশ কিছু কথা বলতে চান বলে জানিয়েছেন চিঠিতে।নির্যাতিতার বাবা - মা চিঠিতে লিখেছেন, মেয়ের মৃত্যুর পর থেকে অবিরাম মানসিক চাপে রয়েছেন তাঁরা। অসহায় বোধ করছেন তাঁরা। ন্যায়বিচারের লক্ষ্যে তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎপ্রার্থী।আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের প্রাথমিক চার্জশিটে রয়েছে শুধু অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নাম। তবে নির্যাতিতার বাবা - মায়ের দাবি, যে ভাবে মেয়েকে খুন করা হয়েছে তা কখনও কারও একার কাজ হতে পারে না। সুবিচারের দাবিতে লাগাতার সরব হয়েছেন তাঁরা। সমর্থন করেছেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে।জুনিয়র ডাক্তারদের ধরনা প্রত্যাহারের পরদিনই অমিত শাহকে নির্যাতিতার বাবা - মায়ের লেখা চিঠিতে প্রশ্ন উঠছে, তবে কি রাজ্য সরকারের ওপর যাবতীয় আস্থা হারিয়ে ফেলেছেন তাঁরা? তাই কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চান তাঁরা। তবে কি এবার কেন্দ্রীয় সরকারের ওপরই আস্থা জ্ঞাপন করতে চলেছেন নির্যাতিতার বাবা - মা।