মুসলিমরা বিজেপিকে ভোট দেন না বলে যখন প্রতিদিন অভিযোগ করছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তখন ইসলামের প্রশংসা শোনা গেল তাঁরই দলের রাজ্যসভার সাংসদের মুখে। সোমবার এক সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ইসলামকে ‘সৌভ্রাতৃত্বের ধর্ম’ বলে উল্লে🌄খ করলেন রাজ্য থেকে রাজ্যসভায় একমাত্র বিজেপি সাংসদ শমীক ভট্টাচার🧔্য। রাজ্য বিজেপির মুখপাত্র হিসাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের কমিশনে অভিযোগ জানানো নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে একথা বলেন তিনি।
আরও পড়ুন - মত্ত☂ অবস্থায় ঘরে ঢুকে🌺 প্রতিবেশীর শ্লীলতাহানির অভিযোগ, খাস কলকাতায় গ্রেফতার সিভিক
পড়তে থাকুন - আ🎃রজি কর হাসপাতালে এবার নার্সিং ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, তুলকালাম কাণ্ড ঘটল
এদিন শমীকবাবু বলেন, ‘তৃণমূল কংগ্রেস পুরো দলটা একটা নিরꦿ্দিষ্ট স্নায়ুরোগে ভুগছে। যার নাম হচ্ছে SAD. শুভেন্দু অধিকারী সিনড্রোম। নির্বাচন এসেছে, আবার সেই রোগটা বেড়ে উঠেছে। হেট স্পিচের কথা বলছে তৃণমূল কংগ্রেস? হুমায়ুঁ কবির যে কথা বলেছিল সেটা হেট স্পিচ ছিল না? যে বক্তব্য ফিরহাদ হাকিম রেখেছেন একটি সভায়, যে আমরা সবাই দুর্ভাগা, সেটা কোন স্পিচের আওতায় পড়ে? প্রত্যেকটা সভায় যারা ৬ ডিসেম্বরের বস্তাপঁচা গল্পকে সামনে নিয়ে আসেন সেটা কোন ধর্মীয় মেরুকরণ?’
আরও পড়ুন - নানুরের চণ্ডীদাস কলেজে চটুল নাচ 𝓰ছাত্রছাত্রীদের, উড়ছে টাকা, নবীনবরণ ঘিরে বিতর্ক