তোমারꦍ ছুটি আমার নেই। আপনি হয়তো ছুটির মুডে ঘুরছেন পুজো মণ্ডপে। আর তখন ইউনিফর্ম পরা পুলিশকর্মী যাবতীয় আনন্দকে শিকেয় তুলে সুরক্ষার ব্যবস্থা করছেন আপনার জন্য। বাড়ির জন্য মন খারাপ করার সময় নেই। অন্যদের হাসিমুখ দেখার জন্য নিজের কর্তব্যে অবিচল থাকতে হবে তাঁদের। এটাই পেশাদারিত্ব। এটাই চাকরি। আর 𝔍পশ্চিমবঙ্গ পুলিশের ফেসবুকে পেজে এমনই একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে যা অনেকের হৃদয় ছুঁয়ে যাবে।
এক যুবক মণ্ডপের সামনে দিয়ে যাচ্ছেন। এক পুলিশ কর্মীর দিকে তিনি হাত বাড়িয়ে দিলেন। আর হাতে মুঠো খুলতেই হাতে 🌳চকোলেট। এক মহিলা পুলিশকর্মীর দিকেও তিনি এভাবেই এগিয়ে যান। এরপর দিলেন হাতে চকোলেট। রাত জেগে যাঁ꧃রা ভিড় সামলাচ্ছেন সেই পুলিশ কর্মী আধিকারিকদের মুখে ছড়িয়ে পড়ে পুজোর হাসি। পশ্চিমবঙ্গ পুলিশের এই ভিডিয়ো মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের।
আসলে ꦏএই ভিডিয়ো অনেক কথা বলে দিচ্ছে। এই ভিডিয়ো পুলিশ কর্মীদের কার্যত সম্মান জানিয়েছে। তাঁদের ডিউটিকে সম্মান জানিয়েছে। এই যে পরিবারকে ছেড়ে দিয়ে রাত দিন ভিড় সামলানো সেই মানুষগুলিকে একটু হাসিখুশি রাখার প্রয়াস। তবে এই ভিডিয়োতে উপস্থিত যুবকের পরিচয় জানা যায়নি। কেন তিনি এই ধরনের উদ্যোগ নিলেন সেটাও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে কোনও পুজো মণ্ডপে তিনি এভাবে পুলিশকর্মীদের একটু আনন্দ, একটু সম্মান দেওয়ার ব্যবস্থা করেন। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। পশ্চিমবঙ্গ পুলিশের ফেসবুক পেজে গিয়ে সেই ভিডিয়ো দেখতে পারেন।
তবে নেটিজেনরা অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।অনেকেই লিখেছেন খুব ভালো কাজ। একজন লিখেছেন থ্যাঙ্কস ভাই। একজন লিখেছেন, আপনি আমাদের হাসি উপহার দিয়েছেন। ধন্যবাদ। অপর একজন লিখেছেন স্যালুট। মোটের উপর পুজোর কয়েকদিন পশ্চিমবঙ্গ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। বলা🍒 ভালো এত কালোর মাঝে আলোর মতো ভালো এই পশ্চিমবঙ্গ পুলিশের এই উদ্যোগ। এমনটাই মনে করছেন অনেকে।