এতদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নারী হিটলার বলে কটাক্ষ করতেন বিরোধীরা। এবার সেই হিটলারের প্রসঙ্গ তুলে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সিকে স্বায়ত্ত্বশাসন দেওয়ার দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠকে এনিয়ে সরব হলেন তিনি। এদিন তিনি বলেন, কেন্দ্রীয় এজেন্সিকে অটোনমি দেওয়া হোক। এজেন্সির রুল থেকে দেশকে বাঁচাতে হলে এটাই একমাত্র রাস্তা। সব ব্যাপারে হস্তক্ষেপ করছে কেন্দ্র। এজেন্সি দিয়ে তুঘলকি কায়দায় সরকার চালাচ্ছে। যেখানে পারছে ঘরবাড়ি ভাঙছে। আমাদের না জানিয়ে ঘরবাড়ি ভাঙছে। এরকম এত নিম্নমানের কাজ হিটলার স্ট্যালিনও করেনি। যা চলছে দেশটাকে বিক্রি কর🐈ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বুলডোজ করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন নেত্রী।
তবে কেন্দ্রীয় এজেন্সিকে স্বায়ত্ত্বশাসন দেওয়ার দাবিকে ঘিরে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। এনিয়ে বিজেপি নেতৃত্বের দাবি, এজেন্সি স্বাধীনভাবেই কাজ করে। কোথায় কেন্দ্রীয় এজেন্সি হস্তক্ষেপ করেছে এটা তিনি দেখান। কোথাও যুক্তরাষ্ট্রীয় কাঠামোত𝓀ে আঘাত হানা হয়নি। অন্যদিকে বামেরা অবশ্য পালটা কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রীকে। বাম নেতৃত্বের দাবি, ওনার তো কোনও সমস্যা হওয়ার কথা নয়। তিনি তো দিল্লিতে গিয়ে সব সেটিং করে আসেন। কেন্দ্রীয় এজেন্সিকে স্বায়ত্বশাসন দেওয়ার দাবি আমরা বহুদিন ধরেই তুলেছিলাম। তিনিই বোঝাপড়া করে চলেন।