আরজি কর মামলায় সঞ্জয় রায়ের বিরুদ্ধে শুনানি চলছে। আর সেই শুনানি চলাকালীনই নাকি সিবিআই এমন সব 'মোড় ঘুরিয়ে দেওয়া' তথ্যপ্রমাণ পেশ করেছে, যার ফলে রাজনৈতিক ভাবে 'সুবিধা' হবে মমতা বন্দ্যোপাধ্যায়েরই। এমনই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া শাখার রাজ্য সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাসের। এই নিয়ে খবরের রিপোর্ট এবং মামালা সংক্রান্ত একাধিক নথির স্ক্রিনশট দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নীলাঞ্জন। (আরও পড়ুন: কলকাতার রাস্তা থেকে উধাও হবে 'নস্টালজিয়া'? হলুদ ট্যাক্সি নিয়ে এল বড🍒় আপডেট)
আরও পড়ুন: সন্দীপের এককালের🥂 ঘনিষ্ঠ চিকিৎসকরাই সক্ষ্য দিয়েছেন আরজি কর মামলায়: রিপোর্ট
আরও পড়ুন: অভিষেক কন্যা মামলায় ২ ♋তরুণীকে মারধরে CꦅBI তদন্তের রায় খারিজ সুপ্রিম কোর্টে
নিজের পোস্টে নীলাঞ্জন লেখেন, 'আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় সঞ্জয় রায়ের শুনানি বড় মোড় নিল! সঞ্জয় রায়ের চুলের নমুনা এবং অ্যন্যান্য ফরেন্সিক নমুনা সিবিআই তথ্যপ্রমাণ হিসেবে পেশ করেছে। সঞ্জয় রায়ের স্বীকারোক্তির সঙ্গে তা মিলেযাচ্ছে। এই ফরেন্সিক তথ্যপ্রমাণ এবং বিচার প্রক্রিয়া থেকে এটাই প্রমাণ হচ্ছে যে কলকাতা পুলিশের তদন্ত সঠিক পথে এগোচ্ছিল। সঞ্জয় রায়ের আইনজীবীদের কাজ এখন আরও কঠিন হয়ে গেল। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সঞ্জয় রায়ের আইনজীবীরা এখন তাদের পরিকল্পনা পালটাতে পারেন। এত প্রমাণ পেশের আবহে তারা মক্কেলের মুক্তির দাবির বদলে সাজা কমানোর দিকে ঝুঁকতে পারে। সিবিআইয়ের এই তদন্তের উল্লেখযোগ্য প্রভাব পড়বে। সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা রাজনৈতিক লাভ দেবে।' (আরও পড়ুন: ꦇআজ তৈরি হবে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পরপর বৃষ্টির পূর্বাভাস)
প্রসঙ্গত, এর আগে অভিযোগ উঠেছিল, নমুনা সংগ্রহের বেশ কয়েক দিন পরে তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এই আবহে ফরেন্সিক ল্যাবের কর্মীদের সাক্ষ্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। আর সম্প্রতি আরজি কর কাণ্ডের মামলায় কলকাতা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির তিন বিশেষজ্ঞের সাক্ষ্য গ্রহণ করা হয়। প্রসঙ্গত, নানান বায়োলজিকাল প্রমাণের ভিত্তিতেই সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করেছে সিবিআই। কলকাতার কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল ভিসেরার নমুনা সহ আরও নানা বায়োলজিকাল নমুনা। সেই সব নমুনা পরীক্ষা করা বিশেষজ্ঞদেরই ডাকা হয়েছিল সাক্ষ্য দেওয়ার জন্যে। (আরও পড়ুন: ডিএ নিয়ে বাংলার সরকারি কর্মীদের বড় বার্ত দিতে উদ্ﷺযোগী হতে পারেন মমতা! রইল আপডেট)
উল্লেখ্য, গত ৯ অগস্ট ঘটে যায় আরজি করের নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা। এদিকে বায়োলগিকাল সব নমুনা কেন্দ্রীয় ল্যাবে পাঠানো হয়েছিল ১৪ অগস্ট। এই সময়কালে বায়োলজিকাল নমুনা অদল বদল হয়ে থকতে পারে বলে অনেকে সন্দেহ প্রকাশ করেছে। এদিকে তথ্যপ্রমাণ লোপাটের একাধিক সূত্র পাও𓄧য়া গিয়েছে বলে দাবি করছেন তদন্তকারীরাও। তার ভিত্তিতেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল। বলা হয়, রক্তের নমুনা নির্দিষ্ট পদ্ধত💝ি মেনে সংরক্ষণ করা না হলে ফরেন্সিক রিপোর্ট প্রভাবিত হতে পারে। এই আবহে ঠিক কোন পদ্ধতিতে নমুনা সংরক্ষণ করা হয়, তা নিয়ে জানতে চাওয়া হয়েছিল ফরেন্সিক বিশেষজ্ঞদের।