সোমবার রাতে আচমকাই বদলে গিয়েছিল তৃ💖ণমূলের টুইটার। হ্যাক হয়ে যায় অ্য়াকাউন্ট। নাম বদলে হয়ে যায় যুগা ল্য়াবস। অবশেষে সেই হ্যাক হওয়া সেই টুইটার আবার ফিরল স্বমহিমায়। প্রায় ১৩ ঘণ্টা পরে ফিরল তৃণমূলের টুইটার অ্য়াকাউন্ট। দল সূত্রে খবর মঙ্গলবার সন্ধ্যায় এই টুইটার ফের ফিরে আসে।
সর্বভারতীয় তৃণমূলের মিডিয়া টিমের এক সদস্য় জানিয়েছেন মোটামুটি ১৩ ঘণ্টা পরে ফিরেছে টুইটার অ্য়াকাউন্টটি। দলের তরফে কলকাতা পুলিশের সাইবার সেল🥀ে অভিযোগ জানানো হয়েছে। কারা রয়েছে এর পেছনে তা নিয়ে দলের অন্দরে চলছে জোর চর্চা।
তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন আগেই জানিয়েছিলেন, আমরা টুইটারের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। ত🍸ারাও বিষয়টি ঠিক করার চেষ্টা করছেন। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন💛।
টুইটার রিস্টোর হওয়ার পরে মোটামুটি তিনটি পোস্ট করা হয় তৃণমূলের তরফে। দিদির সুরক্ষা কবচ সম্পর্কিত পোস্ট করা হয়। গত জানুয়ারি মাস থেকে এই নতুন কর্মসূচি শুরু করেছে তৃণমূল। সরকারি প্রকল্প কতটা পাচ্ছেন সাধারণ মানুষ সেটাই পরখ করে দেখতে চাইছে দল। সেকারণেই এলাকায় ঘুরছেন নেতারা। তাঁরা আবার দিদির দূত বলে পরিচিত।
এদিকে হ্যাক হওয়ার পরে দলের লোগোই বদলে গিয়েছিল। সেখানে ওয়াই লেখা চলে আসে। এদিকে এর আগে গত বছর এপ্রিল মাসে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টও হ্য়াক হয়ে যায়। সেই সময় সেই প্রোফাইল পিকচারে এক কার্টুনিস্টের ছবি চলে আসে। এরপর সেখানে একের পর এক উলটো পালটা লিঙ্ক পোস্ট করাও হতে থাকে। এদিকে ইউপির সিএমের টুইটারে ৪ মিলিয়ন ফলোয়ার ছিলেন। অজানা হ্যাকাররা এই টুইটার হ্যাক করে নিয়েছিল। একটি টিউটোরিয়াল সংক্রান্ত পোস্টও করা হয়েছিল সেই সময়। পরে অবশ্য় সেই টুইটার অ্যাকাউন্টটি পুনরূদ🌱্ধার করা হয়।