এখন রাজনীতির একটা বড় অংশ সোশ্যাল মিডিয়া থেকেই হচ্ছে। তাই প্রতিটি রাজনৈতিক দলই এখন এই সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে কাজ করছে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস সামাজিক মাধ্যমে দলের বক্তব্য আরও বেশি ম🥂াত্রায় প্রচার করতে একঝাঁক তরুণ প্রজন্মের সদস্যকে কাজে লাগাচ্ছে। তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। কিন্তু এবার একটি টিম তৈরি হচ্ছে।
কী নাম সেই টিমের? তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, বাস্তব সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে টুইটার অনেক বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। সেই সূত্রেই তৃণমূল কংগ্রেস ‘টুইটার যোদ্ধা’ টিম তৈরি করেছে। এই টিম দলের নানা প্রচার, বক্তব্য থেকে শুরু ꧅করে পাল্টা জবাব দেওয়ার কাজ করবে। এমনকী কোনও গুরুত্বপূর্ণ তথ্য পেলে তা নেতৃত্বকে সরবরাহ করবে।
কেমন করে তৈরি হচ্ছে টুইটার যোদ্ধা টিম? এই টিমের একজন করে কো–অর্ডিনেটর প্রত্যেক জেলায় নিয়োগ করা হয়েছে। তাঁরা রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ বেশি মাত্রায় তুলে ধরবে। আর তৃণ𒉰মূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ জানানো হবে। এমনকী মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি তুলে ধরা হবে।
কেন এই টিমের প্রয়োজন পড়ল? নামপ্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল কংগ্রেসের নেতা জানান, বিজেপির যে সমস্ত নেতারা টুইট করে বাংলা সম্পর্কে নানা মন্তব্য কর🔯েন, তাঁদের তথ্য দিয়ে জবাব দেবে জোড়াফুল শিবিরের এই টুইটার যোদ্ধারা। এমনকী কেউ ভুয়ো ভিডিয়ো বা ছবি প্রকাশ করছে কি না, সেদিকেও নজর রাখবেন কো–অর্ডিনেটররা।