জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস অপ্রাসঙ্গিক। বিরোধী দলগুলির দোরে দোরে ঘুরে অভিষেক বন্𒀰দ্যোপাধ্যায়ও সুবিধা করতে পারবেন না। প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদান করতে দিল্লি পৌঁছে এই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মোদীর শপথগ্রহণকে ঐতিহাসিক বলে এদিন উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন - 'ভোটে ཧজিতে ২৩৯ টাকার রিচার্জের সুযোগ দিচ্ছেন মমতা', সেই লিঙ্কে ক্লিক কর♉লেই বিপদ
পড়তে থাকুন - 'সাড়ে ৮ ঘণ্টা লেটে শিয়ালদায় এল লোকাল', মালপত্র নিয়﷽ে লাইনে রাজধানীর যাত্রীরা
রবিবার দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের দল জাতীয় স্তরে অপꦰ্রাসঙ্গিক। ওটা একটা আঞ্চলিক দল। এখানে ওদে🍃র কোনও কথা বলার জায়গা নেই।’
দিল্লিতে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠককে কটাক্ষ করে শুভেন্দুবাবু বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করে কোনও সুবিধা করতে পারবেন না। বাংলায় আমরা ১২টা আসন পেয়েছি বটে, কিন্তু প্রচুর ভোট পেয়েছে বিজেপি। ২ কোটি ৩৯ লক্ষ ভোট পেয়েছি আমরা। তৃণমূল তীব্র 💞সাম্প্রদায়িক প্রচার করেছে। মুসলিম ভোটের মেরুকরণ করে এই ভোট জিতেছে।’
কেন্দ্রীয় সরকারের স্থায়িত্ব নিয়ে যাবতীয় উদ্বেগ অস্বীকার করে শুভেন্দুবাবু বলেন, ‘নিশ্চই কেন্দ্রে একটি স্থায়ী সরকার গঠিত হবে। ৩০০র বেশি সাংসদ মোদীজির সঙ্গে রয়েছেন। 𒀰শক্তি, সক্ষম, স্থায়ী, তৎপর ও প্রগতিশীল সরকার গঠিত হবে। আজ একটা ঐতিহাসিক দিন।’
মোদী সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলায় এদিন দমদম বিমানবন্দরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করেন শুভেন্দুবাবু। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলে꧑ন, ‘মাথার তার কাটা’।
আরও পড়ুন - পরি꧃যায়ী শ্রমিকদের হাতে হাতে স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছে দিতে মরিয়া রাজ্য সরকার
শনিবার কালীঘাটের বাড়িতে লোকসভা নির্বাচনে দলের জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা বসে থাকার 🍌জন্য যাচ্ছি না। এটা কেউ ভাববেন না যে ইন্ডিয়া আজকে সরকার গঠনের দাবি করেনি বলে কালকে করবে না। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। দেশে বদল প্রয়োজন। মো൲দীকে কেউ চায় না। এত বড় হারের পর মোদীবাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। ইন্ডিয়ায় আসলে সরকার গড়বে। কিন্তু যে কটা দিন থাকে। একটু সামলাতে দিন। একটু দেখতে দিন নিজেদের। কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে।’