♚ দলের শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগদান করতে যাওয়ার পথে উদ্দাম চটুল নাচ নাচতে দেখা গেল তৃণমূলের কিছু কর্মী-সমর্থককে। রবিবার দুপুরে এই ছবি দেখা যায় নিউ টাউনের হাতিশালায়। বাস থামিয়ে মাঝ রাস্তায় উদ্দাম নাচতে থাকেন কিছু তৃণমূলকর্মী। যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাদের দাবি, দলের গানই চলছিল।
আরও পড়ুন - 🍌ডিম ভাত খেতে কলকাতা গেলে ইন্সুরেন্স করে বাড়ি থেকে বেরোবেন, পোস্টার পড়ল হুগলিতে
পড়তে থাকুন - 🐲অভিযোগকারীদের বিরুদ্ধে হাইকোর্টে মামলার হুমকি, গ্রেফতারির পরেও তেজ কমেনি জামালের
ꦰরবিবার কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ অনুষ্ঠানে গোটা রাজ্য থেকে হাজির হয়েছেন হাজার হাজার তৃণমূলকর্মী। কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ আবার নৌকায় করে পৌঁছেছেন দলীয় কর্মসূচিতে। তেমনই বাসে করে ধর্মতলায় যাচ্ছিলেন হাড়োয়া ২ নম্বর ব্লকের কুলটি গ্রাম পঞ্চায়েতের রাধানগর বুথের তৃণমূল কর্মীরা। হাতিশালায় বিশ্রামের জন্য কিছুক্ষণ বাস থামিয়েছিলেন তারা। তখনই বাসের মধ্যে বাজতে শুরু করে উদ্দাম ভোজপুরি বাজনা। বাইরে কয়েকজন যুবক ও যুবতী প্রকাশ্য রাস্তায় উদ্দাম অশ্লীল নাচ নাচতে শুরু করেন। সঙ্গে চলে সবুজ আবির খেলা। বেশ কিছুক্ষণ প্রকাশ্য রাস্তায় এই তাণ্ডব চলার পর সাংবাদিকদের দেখে যুবক – যুবতীদের সংযত করেন কয়েকজন। এর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রীতিমতো তোতলাতে থাকেন বাসে থাকা তৃণমূল নেতারা।
আরও পড়ুন -𒀰 শ্লীলতাহানির অভিযোগ ভুয়ো, অবসরপ্রাপ্ত বিচারপতির রিপোর্ট প্রকাশ করে দাবি রাজভবনের
ꦐএক তৃণমূল নেতা বলেন, ‘আমরা শহিদ স্মরণে যাচ্ছি। কিছু কম বয়সী ছেলে পুলে উত্তেজনায় নেচে ফেলেছে। আমরা ওদের বারণ করেছি।’ কিন্তু শহিদ স্মরণের বাসে ডিজে কেন? এই প্রশ্নের জবাব দিতে পারেননি তিনি।