তিলজলায় শিশুকন্যা হত্যার ঘটনায় এলাকায় হিংসার ঘটনা ঘটেছিল। সেই হিংসার ঘটনায় বিজেপির যোগসাজশ পেয়েছে🐠 পুলিশ। বন্ডেল গেট উড়ালপুলে পুলিশের গাড়িতে আগুন, রেল অবরোধ থেকে শুরু করে তিলজলা থানার গেট ভাঙচুর সবক’টি ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই বিজেপি নেতার বিরুদ্ধে। তাই তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে তিলজলা থানা। এই দুই বিজেপি নেতা ঘটনাস্থলে উপস্থিত থেকে ভাঙচুর–অগ্নিসংযোগে মদত দিয়েছে বলে পুলিশের দাবি। এমনকী সেই সিসিটিভি ফুটেজ হাতে এসেছে পুলিশের।
কারা দুই বিজেপি নেতা? কলকাতা পুলিশ সূত্রে খবর, মুকুন্দ ঝা এবং সরোজ পণ্ডিত নামে ওই দু’জন বিজেপি নেতা ঘটনাস্থলে ছিল। তাঁদের উপস্থিতির প্রত্যক্ষ প্রমাণ রয়েছে তাদের হাতে। আবার সশরীরে উপস্থিত না থাকলেও যাবতীয় অশান্তি পাকানোর ক্ষেত্রে কসবার আর এক বিজেপি নেতার ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। সোমবারের হ💝িংসাত্মক ঘটনার তদন্তে নেমে এলাকার নানা সিসি ক্যামেরার🉐 ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে একাধিক ফুটেজ থেকে ওই দুই নেতার ঘটনাস্থলে উপস্থিতির ছবি ধরা পড়েছে।
আর কী জানা যাচ্ছে? পুলিশের একাংশের দাবি, রাষ্ট্র💙পতি দ্রৌপদী মুর্মুর সফরের দিন অশান্তি করে প্রশাসন এবং রাজ্য সরকারের বদনাম করার পরিকল্পনা হয়েছিল। শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ করে একটা অচলাবস্থা তৈরির চেষ্টা হয়েছিল। বন্ডেল গেট উড়ালপুলে ꧃অবরোধের নামে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। আর হিংসাত্মক সেই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে বিজেপির সর্বভারতীয় নেতা যেভাবে তৎপরতা দেখিয়েছেন, তাতে এই অভিসন্ধি সামনে এসেছে বলে দাবি তাদের।
আর কী তথ্য পেয়েছে পুলিশ? তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় এমনিতেই এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ ছিলেন। সেই ক্ষোভকে সাফল্যের সঙ্গে উসকে দিয়েছেন বিজেপির স্থানীয় নেতারা। এই বিষয়ে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী জাভেদ খান বলেন, ‘আমরা ঘটনার দিনই বলেছিলাম, এই অশান্তি বা বিক্ষোভ স্বাভাবিক নয়। পরিকল্পনা করে গোলমাল পাকানো হয়েছে। এখন পুলিশের তদন্তও সেদিকেই ইঙ্গিত করছে।’ আর এই অভিযোগকে গুরুত্ব দিতে চাইছে না রাজ্য বিজেপি। তাদের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘পুলিশ আর তৃণমূল যে আলাদা নয়, এসব তারই নির্দশন। এই রাজ্যে সবক্ষেত্রেই বিজেপি নেতাদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে তার ব্যতিক্রম হবে কী করে!’ জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো আজ, শুক্রবার তিলজল﷽ায় আসছেন।