কꦍেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দেওয়ায় নয়াদিল্লিতে জরুরি বৈঠকে বসছে বঙ্🐈গ–বিজেপি। আগামী ১১ অগস্ট এই বৈঠকের দিন ঠিক করা হয়েছে বলে সূত্রের খবর। এই বৈঠকে ডাকা হয়েছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষকে। এছাড়া এই বৈঠকে থাকার কথা শিবপ্রকাশ, অমিত মালব্য–সহ আরও দু’একজনের। যদিও এই বৈঠক নিয়ে রাজ্য বিজেপি কিছু জানায়নি।
হঠাৎ এই বৈঠক কেন? সূত্রের খবর, এই বৈঠকে বড় পরিকল্পনা করা হবে। সেই পরিকল্পনার নকশা অনুযায়ী বাংলার সরকারকে ফেলার কৌশল নেওয়া হতে পারে। ইতিমধ্যেই সুকান্ত ম🦹জুমদার বাড়িতে ইডি ঢুকিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। আর শুভেন্দু অধিকারী ভবিষ্যদ্বানী করেছেন, বিহার–ঝাড়খণ্ডে🀅র পর এই সরকারও যাবে। এই সরকারকে বিসর্জন দেবেন তাঁরা। আর তারপরই এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আর কী জানা যাচ্ছে? বিজেপির পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে বুথ সশক্তিকরণ এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি বেশি করে মানুষের সামনে তুলে ধরার জন্যই এই বৈঠক। তবে বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন নিয়েও বৈঠকে চর্চা হতে পারে বলে মনে করা হচ্ছে। আর বাংলায় যেসব নেতাদের বিরুদ🐭্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে সেটাকে কাজে লাগাতে ছক কষা হবে বলে সূত্রের খবর। সদ্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী। এমনকী সুকান্ত–শুভেন্দু নয়াদিল্লি গিয়ে শা🎃হ–নড্ডার সঙ্গে বৈঠক করেছেন। তারপর আবার 🌳ঝটিকা বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।