গতকালই রাজীব কুমারকে সরিয়ে রাজ্যের ডিজিপি করা হয়েছিল বিবেক সহায়কে। আর আজ, মঙ্গলবার ফের একবার রাজ্যের ডিজিপি বদল করল নির্বাচন কমিশন। বিবেক সহায়ের বদলে আজ থেকে বাংলার নয়া ডিজিপি হলেন আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সকারের থেকে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল পদের জন্য তিনজনের নাম চেয়ে পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে। সেই তালিকায় ছিল বিবেক সহায়ের নাম। সেই মতো বিবেককে ডিজিপি করার অনুমতি দিয়েছিল নির্বাচন কমিশন। আর আজ রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিককে ফের একটি চিঠি দিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার জানান, বাংলার ডিজিপি পদে সঞ্জয় মুখোপাধ্যায়কে বসাতে পারে রাজ্য। এই আবহে বিকেল পাঁচটার মধ্যে সঞ্জয়তে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে রাজ্যকে। (আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীতে বঙ্গ কোটার ৫০০♎০ জওয়ানের চাকরি যাবে? শোরগোল বিজ্ঞপ্তির জ🐓েরে)
আরও পড়ুন: লোকসভার পরই বাড়তে পারে এই রাজ্য🧜ের সরকারি কর্মীদের বেতন, অঙ্কে ঘুর൩বে মাথা!
পশ্চিমবঙ্গের নয়া ডিজিপি সঞ্জয় মুখোপাধ্যায় ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার। এদিকে বিবেক সহায় নিজে ১৯৮৮ সালের ব্যাচের আইপিএস অফিসার ছিলেন। কিন্তু কেন এক ব্যাচ সিনিয়র অফিসারকে সরিয়ে একদিনের মাথায় সঞ্জয়বাবুকে দায়িত্ব দেওয়া হল? জানা গিয়েছে, বিবেক সহায়কে সিরিয়রিটির ভিত্তিতে ডিজিপি করা হয়েছিল। এর আগে হোমগার্ডের কমান্ডান্ট জেনারেল পদে থেকেছেন বিবেক। ২০২৩ সালের ১ নভেম্বরে সেই পদে আসীন হয়েছিলেন তিনি। এদিকে মে মাসে বিবেক সহায় অবসরগ্রহণ করবেন। তবে ভোট প্রক্রিয়া মিটবে সেই জুন মাসে। এই আবহে কমিশন চাইছে, ভোটের পুরো সময় একজনই ডিজিপি পদে থাকুক। যদি না তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের কোনও অভিযোগ ওঠে। এই আবহে রাজ্যের প্রস্তাবিত আইপিএস-দের তালিকায় দ্বিতীয়তে থাকা সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজিপি করার পক্ষে সায় দেয় নির্বাচন কমিশন। (আরও পড়ুন: ২১-এ মিলি💜য়েছিলেন অঙ্ক, সেই PK ২৪-এর ভোটে '🍬পদ্মের চমক' দেখছেন বাংলায়)
আরও পড়ুন: ভোটের মুখে বড়সড় হামলার ছক, দীর্ঘ লড়াইয়ে ৪ মাওবাদীকে খতম করল পুলি💖শ
এর আগে গতকালই রাজীব কুমারকে পশ্চিমবঙ্গের ডিজিপি পদ থেকে অপসারণ করা হয়েছিল। কয়েক মাস আগেই এই পদে বহাল হয়েছিলেন রাজꦛীব। রাজীবকে সরানোর কয়েক ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের পরবর্তী ডিজিপি পদে বিবেক সহায়ের নাম ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। ওদিকে রাজীব কুমারকে তথ্য প্রযুক্তি দফতরে পাঠানো হয়েছে। নিরপেক্ষতা বজায় রাখার লক্ষ্য নিয়ে রাজ্য়ের ডিজিপিকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানায় কিশন। এর আগে মনোজ মালব্যের অবসরের পর ২০২৩ সালের ডিসেম্বরে পশ্চিমবঙ্গের ডিজিপি পদে বসানো হয়েছিল রাজীবকে।