এবছরের মাধ্যমিকের ফল প্রকাশ করা হল পর্ষদের তরফে। এবছরের পরীক্ষায় পাশ করেছেন ৮৬.১৫ শতাংশ। সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিবকে ধন্যবাদ জ্ঞাপন করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, এবারের পরীক্ষায় পাশ করেছেন ৫ লাখ ৫৪ হাজার ৪২৮ জন পরীক্ষার্থী। তফসিলি উপজাতি পরীক্ষার্থীদের মধ্যে ৭৬ শতাংশ পাশ করেছেন এবারের পরীক্ষায়। তফসিলি জাতিভুক্ত পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছেন ৮৫ শতাংশের বেশি পড়ুয়া। (Madhyamik Result 2023 Live Updates: মাধ্যমিকের ফলাফলের লাইভ আপডেট দেখুন এখানে)
এদিকে প্রথম দশে ১৬ জেলার ১১৮ জন স্থান পেয়েছেন। মালদা থেকে সর্বোচ্চ সংখ্যক পড়ুয়া মেধাতালিকায় আছেন বলে জানা গিয়েছে পর্ষদের তরফে। মালদার মোট ২১ জন প্রথম দশে স্থানে পেয়েছেন। এদিকে এবারে ১৩.৩৭ শতাংশ পরীক্ষার্থী পেয়েছেন ৬০ শতাংশ বা তার বেশি। এদিকে এবারও জেলাভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষস্থানে পূর্ব মেদিনীপুর। এরপর তালিকায় আছে কালিম🎐্পং। তৃতীয় স্থানে কলকাতা। পশ্চিম মেদিনীপুর চতুর্থ স্থানে।
হিন্দুস্তান টাইমস বাংলায় মাধ্যমিকের রেজাল্ট দেখুন এক ক্লিকেই - ক্লিক করুন এখানে
এদিকে এবারের মাধ্যমিকে প্রথম হয়েছেন কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী হাই স্কুলের পড়ুয়া দেবদত্তা মাঝি। তিনি পেয়েছেন ৬৯৭ নম্বর। ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছেন তিনি। এদিকে এবারের মাধ্যমিকে যুগ্ম দ্বি꧟তীয় হয়েছেন পূর্ব বর্ধমান মিউনিসিপাল স্কুলের পড়ুয়া শুভম পাল এবং মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির রিফত হাসান সরকার। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১। এছাড়া তৃতীয় স্থানে ৬ জন আছেন। ৬৯০ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ক মণ্ডল, বেড়াচাপা দেউলিয়া উচ্চবিদ্যালয়ের সৌম্যদীপ মল্লিক, মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের মহম্মদ সরবর ইমতিয়াজ, মাহির হোসেন, স্বরাজ পাল, অর্ঘদীপ সাহা।