আজ (১৬ ডিসেম্বর) পালিত হচ্ছে 'বিজয় দিবস।' বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের এই দিনটিতে পাকিস্তানের সেনা ভারতীয় সেনাদের কাছে আত্মসমর্পণ করেছিল। বৃহস্পতিবার বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, 'যে বীরত্বের সঙ্গে সকল সাহসীরা লড়াই করেছিলেন, তা কখনওই ভোলার নয়। সকলে চিরকাল তাঁদের অবদান মনে রাখবেন। আত্মবলিদানের জন্য আমরা আপনাদের স্যালুট জানাই। সেক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনীর সাফল্যও উদযাপন করছি। আপনাদের বীরত্ব আজও আমাদের উদ্ধুব্ধ করে।' উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনার বিরুদ্ধে বিরাট সাফল্য পেয়েছিল বাংলাদেশ৷ ঢাকার রমনা ময়দানে ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি বাহিনী৷ সেই দিনটিকেই বিজয় দিবস হিসেবে পালন করা হয় ওপার বাংলায়৷ বিজয় দিবসের ৫ ০তম বর্ষে ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ৷ সেই আমন্ত্রণ রক্ষা করে তিনদিনের সফরে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে বুধবারই ঢাকা যান রাষ্ট্রপতি৷ সেখানে কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। তারইমধ্যে মুক্তিযুদ্ধে জয়লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রতিবেশী দেশকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে মোদী লেখেন, ‘৫০তম বিজয় দিবস উপলক্ষে আমি মুক্তিযোদ্ধা, ভারতীয় সশস্ত্র বাহিনীর যোদ্ধা, বীরাঙ্গনা এবং সাহসীদের মহান বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করতে চাই। একসঙ্গে আমরা অত্যাচারী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছি এবং তাদের পরাজিত করেছি। ঢাকায় ভারতের রাষ্ট্রপতির উপস্থিতি প্রত্যেক ভারতীয়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।’