নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিচা💎রপ্রক্রিয়া শুরুর অনুমতি কে দেবেন তা নিয়ে আদালতে ধোঁয়াশা জারি রইল বুধবারও। এদিন বিচারপতি জয়মাল্য বাগচী এব্যাপারে মুখ্যসচিব বিপি গোপালিকার মত জানতে চেয়েছেন। এব্যাপারে আইন কী বলছে তা রাজ্যকে আদালতে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: মাঝ আকাশꦯে মারামারিতে জড়িয়ে পড়লেন মহিলা যাত্রীরা, বিমান জরুরি অবতরণ করলেন পাইলট
পড়তে থাকুন: মেদ🧸ীজির ঠেলায় সুপ্রিম কোর্টে যোগ্যদের তালিকা দিতে বাধ্য হয়ে🐠ছে SSC: শুভেন্দু
নিয়োগ দুর্নীতিতে সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, সৌমিত্র সরকার, অশোক সাহার মতো এসএসসির প্রাক্তন চেয়ারম্যান, সেক্রেটারিদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমোদন কে দেবেন তা নিয়ে দীর্ঘদিন ধরে ধোঁয়াশা জরি রয়েছে। আদালতের নির্দেশের পরেও নানা কারণ দেখিয়ে এদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু নিয়ে সিদ্ধান্ত জানাননি মুখ্যসচিব বিপি গোপালিকা। এজন্য আদালতের কড়া মন্তব্যের মুখেও পড়তে হয় তাঁকে। কিন্তু গত শুনানিতে অভিযুক্তদের এক আইনজী🍌বী বলেন, শান্তিপ্রসাদসহ বেশ কয়েকজনের নিয়োগকর্তা রাজ্যপাল। ফলে তাঁদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দেওয়ার এক্তিয়ারই নেই মুখ্যসচিবের। এর পর সিবিআইকে তুমুল ভর্ৎসনা করেন বিচারপতি বাগচী। বলেন, কেমন তদন্তকারী সংস্থা আপনারা। ২ বছর ধরে অভিযোগ ক꧂রছেন যে মুখ্যসচিব অনুমতি দিচ্ছেন না। অথচ জানেন না যে তাঁর অনুমতি দেওয়ার এক্তিয়ারই নেই? আর আপনাদের কথা শুনে আমরা মুখ্যসচিবকে কড়া কড়া কথা বলে চলেছি?
এদিন মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, ‘আইন অনুসারে সরকারি আধিকারিকদের বিরু⭕দ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর আবেদন মুখ্যসচিবের কাছেই পাঠাতে হবে। তিনি রাজ্যপালের কাছে সেই আবেদন পাঠাবেন।’
আরও পড়ুন: চাকরি বাতিলের নির্দেশে সুপ্রিম কোর্টের স্থ🎃গিতাদেশ, আপাতত ফেরত দিতে হবে না বেতনও
এর পর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে আদালত বলে, ‘মুখ্যসচিব রাজ্যপালকে সুপারিশ করতে পারেন কি না তা তাঁকে জানাতে হবে। এক্ষেত্রে আইন ঠিক কী বলছে তা আদালতকে জানাতে হবে রাজ্যকে।’ বিচꦬারপতি বলেন, এমনও হতে পারে, পদাধিকারবলে রাজ্যপাল এদের নিয়োগকর্তা হলেও বিচারপ্রক্রিয়া শুরুর বিষয়টি মুখ্যসচিবের হাতে ন্যস্ত থাকতে পারে। মামালার পরবর্তী শুনানি ১১ জুন। ওই দিন মুখ্যসচিবকে আদালতে তাঁর জবাব জানাতে হবে।