Junior Doctor:রয়েছে লাইভ স্ট্রিমিংয়ের দাবি! 'CMর সঙ্গে দেখা করতে চাই', ৩০ প্রতিনিধি নিয়ে নবান্নে জুনিয়র ডাক্তাররা
1 মিনিটে পড়ুন Updated: 12 Sep 2024, 04:25 PM ISTরয়েছে লাইভ স্ট্রিমিংয়ের দাবি! আলোচ♛নায় বসতে নবান্নে জুনিয়র ডাক্তাররা।
রয়েছে লাইভ স্ট্রিমিংয়ের দাবি! আলোচ♛নায় বসতে নবান্নে জুনিয়র ডাক্তাররা।
আরজি কর কাণ꧋্ডে উত্তাল বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন বহু আন্দোলনকারী। এদিকে, এদিন এরই মাঝে নিজেদের দাಌবিতে অনড় থেকে ১৫ নয়, ৩০ জন প্রতিনিধি নিয়ে নবান্নে যাওয়ার উদ্যোগ নেন জুনিয়ার ডাক্তাররা।
তাঁরা সাফ জানান, ২০ এর বেশি মেডিক্যাল কলেজের প্রতিনিধির সংখ্যা রয়েছে। ফলে নিজে🍎দের দাবিতে অনড় থেকে তাঁরা ৩০ জন প্রতিনিধি নিয়েই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান। আন্দোলনরত অবস্থা থেকে বিষয়টি মুখ্যসচিবকে পাল্টা ইমেল করে জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা।
আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা জানান,' ৩০ জনের কমে প্রতিনিধি দল নিয়ে বৈঠক সম্ভব নয়'। তাঁর আরও জানিয়েছেন,' মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই।' বিকেলের মধ্যে তাঁদের নবান্ন পৌঁছনর কথা ছিল, সেই নির্দিষ্ট সময় থেকে ২৩ মিনিট দেরিতে তাঁরা নবান্নে পৌঁছন। রাজ্য প্রশাসনের সঙ্গে মুখোমুখি বসতে এই ৩০ জন প্রতিনিধিকে নিয়ে বাস প্রস্তুত করে, আন্দোলনরত ডাক্তাররা যাচ্ছেন নবান্নে। জানা গিয়েছে, গোটা পর্বের লাইভ স্ট্রিমিং এরও দাবি তাঁরা জানিয়েছেন। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টের শুনানি যদি লাইভ হতে পারে, মুখ্যꦺমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের যদি লাই হয়, তাহলে এই আলোচনা লাইভ স্ট্রিমিং করা যেতে পারে। সেই দাবির কথা তাঁরা নবান্নে জানাবেন বলেও মুখ খুলেছেন আন্দোলনরত চিকিৎসকরা। তাঁরা সাফ জানাচ্ছেন, তাঁদের ৫ দফা দাবি নিয়েই আলোচনা করতে চান তাঁরা। এই বিষয়ে জুনিয়ার চিকিৎসকরা মুখ্যসচিবকে পাল্টা ইমেল করে বক্তব্য জানান তাঁদের।
নবান্নে যাত্রার আগে, সাংবাদিকদের মুখোমুখি হন আন্দোলনরত ডাক্তাররা। সেখানেই তাঁরা জানান বিকেল ৫ টায় নবান্নে তাঁদের সঙ্গে বৈঠকের কথা মুখ্য়সচিব তাঁর মেইলে জানান। এদিকে, বৃহস্পতিবার বিকেলে আন্দোলনকারীদের চিঠি দেন মুখ্যসচিব। সেখানে তিনি জানান, বিকেল ৫ টায় নবান্নে তাঁদের সঙ্গে বৈঠকে বসবে রাজ্য। থাকবেꦕন মুখ্যমন্ত্রী নিজে। সেখানে জুনিয়ার ডাক্তারদের ১৫ জন প্রতিনিধিকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। বিষয়টিতে স্বচ্ছ্বতা ধরে রাখতে তা রেকর্ড করা যেতে পারে বলেও মুখ্যসচিব জানান। তবে নিজেদের দাবিতে অনড় থেকে সেখানে ৩০ জন প্রতিনিধিকেই নꦓিয়ে যান চিকিৎসকরা।