গুজরাতে Covid-19 এ আক্রান্ত হল জীবনে কোনও সফর না করা ১৪ মাসের শি শু। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাকে আপাতত ভেন্টিলেটরে রাখা হয়েছে।কর্মসূত্রে জামনগর জেলার বাসিন্দা উত্তর প্রদেশের এক শ্রমিক দম্পতির সন্তান ওই শিশুপুত্রের শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।জামনগরের জেলাশাসক রবি শংকর জানিয়েছেন, রবিবার ওই শিশুকে সরকারি হাসপাতালে ভরতি করা হলে তার শরীরে করোনাভাইরাসের সন্ধান পাওয়া যায়।জেলাশাসক জানান, ‘আদতে উত্তর প্রদেশের বাসিন্দা ওই দম্পতি দামনগর শহরের উপকণ্ঠে দারেদ শিল্পাঞ্চলে বসবাস করেন। বহু বছর তাঁরা ওই এলাকা ছেড়ে কোথাও যায়নি। তাঁরা কারখানায় জনমজুরের কাজ করেন।’তিনি জানিয়েছেন, এলাকায় সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য শিশুর বাবা ও মাকে তাঁদের বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যদিও তাঁদের শরীরে সংক্রমণের খোঁজ পাওয়া যায়নি।এ দিন গুজরাতে করোনা সংক্রমণের ১৬টি নতুন খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে ১০ জন রোগীর দিল্লির নিজামুদ্দিনে গত মার্চ মাসে অনুষ্ঠিত তবলিঘি জামাত সম্প্রদায় আয়োজিত ধর্মীয় সমাবেশের সঙ্গে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ যোগসূত্র রয়েছে।গুজরাতের স্বাস্থ্য সচিব জয়ন্তী রবি জানিয়েছেন, রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা আপাতত ১৪৪ জন।