'আমাদের স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হোক।' এই আর্জি জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি লিখল নির্ভয়ꦐাকাণ্ডে দণ্ডিতদের পরিবার।
আরও পড়ুন : 🦩হিংস্র শ্বাপদের মতো মরবে নির্ভয়ার অত্যাচারীরা, ঘোষণা ফা🧸ঁসুড়ের
আগামী ২০ মার্চ ভোরে চার দণ্ডিতের ফাঁসি কার্যকর হওয়ার🐓 কথা। তার আগে রবিবার রাষ্ট্রপতিকে চিঠি লিখে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছে তাদের পরিবার। হিন্দিতে লেখা সেই চিঠিতে বলা হয়েছে, 'আমাদের স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়ার জন্য আপনাকে (রাষ্ট্রপতি) ও নির্যাতিতার (নির্ভয়া) বাবা-মা'র কাছে আর্জি জানাচ্ছি। ভবিষ্যতে এরকম অপরাধ হওয়া থেকে আটকানোর অনুরোধ করছি। যাতে নির্ভয়ার মতো আর কোনও ঘটনা না হয় ও আদালতকে একজনের পরিবর্তের পাঁচজনকেে ফাঁসি দিতে না𒀰 হয়।'
আরও পডুন : 'ফাঁসির পর সবথেকে বড় জয় হবে', দণ্ডিতদেღ🌌র বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারির পর বললেন নির্ভয়ার মা
স্বেচ্ছামৃত্যুর আবেদনের পাশাপাশি ঘুরিয়ে দণ্ডিতদের মৃত্যুদণ্ড কমানোর 🎉আর্জিও জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, 'আমাদের দেশে মহাপাপীদেরও ক্ষমা করে দেওয়া হয়। প্রতিশোধ কোনওমতেই ক্ষমতার প্রকৃত সংজ্ঞা নয়। ক্ষমা করার মধ্যে ক্ষমতা রয়েছে।'
আরও পড়ুন : 'জেলে পুলিশ 🌠মেরেছে', FIR দায়েরের আর্জি জানিয়ে আদালতে নি✱র্ভয়ার দণ্ডিত
উল্লেখ্য, ইতিমধ্যে চার দণ্ডিতেরই প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি। তবে সেই আর্জিতে সব তথ্য না থাকার দাবি জানিয়ে নতুন করে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছে নির্ভয়াকাণ্🦩ডের এক দণ্ডিত অক্ষয় সিং ঠ𝓰াকুর।