আমেরিকার চাপে পিছু হটতে বাধ্য হল ব্রিটেন। মঙ্গলবার বরিস জনসন সরকারের তরফে জানানো হল, ব্রিটেনের নয়া ৫জি নেটওয়ার্কে চিনা সংস্থা হুয়াইয়ের যা সরঞ্জাম আছে, তা ২০২৭ সালের মধ্যে বাতিল করা হবে। একইসঙ্গে চলতি বছরের ৩১ ডিসেম্বর থেকে নয়া সরঞ্জাম কেনার উপর নিষেধাজ্ঞা চাপানো হবে।হুয়াইয়ের মাধ্যমে চিন সরকার ব্রিটেনের নেটওয়ার্কে ঢুকে পড়তে পারে, এমনই আশঙ্কায় ওয়াশিংটনের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, হুয়াইকে সরানো না হলে একটি গোয়েন্দা তথ্য ব্যবস্থাপনা বাতিল করে দেওয়া হবে। নিজের দল কনজারভেটিভ পার্টির অন্দরেও জনসনের উপর চাপ বাড়ছিল। হংকংয়ে চিনের নয়া জাতীয় সুরক্ষা আইন, উইঘুর মুসলিমদের উপর অত্য়াচার এবং প্রেসিডেন্ট শি জিনপিং সরকারের সঙ্গে হুয়াইয়ের যোগ নিয়ে সোচ্চার হয়েছিলেন কয়েকজন আইনপ্রণেতা। জনসনকে চিঠি পাঠিয়ে ‘ব্রিটেনের গুরুত্বপূর্ণ জাতীয় পরিকাঠামো’ থেকে হুয়াইকে বাদ দেওয়ার দাবি তোলেন ১০ জন কনজারভেটিভ আইনপ্রণেতা।যদিও কূটনৈতিক মহলের মতে, জনসন সরকারের নয়া সিদ্ধান্তের পর চিনের সঙ্গে ব্রিটেনের দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক প্রভাব পড়বে। কারণ বেজিংয়ের তরফে আগেই হুমকি দেওয়া হয়েছিল, হুয়াইয়ের উপর নিষেধাজ্ঞা চাপালে ব্রিটেনকে তার ফল ভুগতে হবে।