বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা তথা রাষ্ট্রদোহিতার মামলায় চিন্ময়কৃষ্ণ দাসের প্রাপ্ত জামিন স্থগিত হয়ে গেল। আজ (মঙ্গলবার - ৬ মে, ২০২৫) এই স্থগিতাদেশ দেন আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারক। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল এই মামলায় চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন মঞ্জুর করেছিল হাইকোর্ট।
কিন্তু, ওই দিনই অন্তবর্তী সরকারের তরফে এই রায়ের বিরোধিতা করে ফের মামলা করা হয়। আজ সেই মামলার শুনানি হয় আপিল বিভাগের চেম্বার আদালতে। সেখানে অন্তর্বর্তী সরকারের তরফে সওয়াল করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। অন্যদিকে, চিন্ময়কৃষ্ণের পক্ষে সওয়াল করতে উপস্থিত ছিলেন তিনজন আইনজীবী - যথাক্রমে - জেড আই খান পান্না, এম কে রহমান এবং অপূর্বকুমার ভট্টাচার্য।
বাংলাদেশি সংবাদমাধ্যম - প্রথম আলো অনুসারে - নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) না করা পর্যন্ত চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর সংক্রান্ত রায়টি স্থগিত থাকবে। তেমনই নির্দেশ জারি করেছে চেম্বার আদালত। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় হাতে আসার পরই নিয়মিত লিভ টু আপিল দায়ের করা হবে।
প্রসঙ্গত, এই মামলায় আগেও চট্টগ্রাম মহানগর দায়রা জজ গত জানুয়ারি মাসে চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিলেন। পরবর্তীতে অন্তর্বর্তী জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন চিন্ময়কৃষ্ণ। এরপর পর গত ফেব্রুয়ারি মাসে হাইকোর্ট রুল জারি করে জানতে চায়, কেন চিন্ময়কৃষ্ণকে জামিন দেওয়া যাবে না? সেই সংক্রান্ত চূড়ান্ত শুনানি শেষ হওয়ার পরই গত ৩০ এপ্রিল নির্দিষ্টভাবে এই মামলায় চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন মঞ্জুর করে হইকোর্ট।