ভারতীয়দের আরও নম্র হওয়া উচিত। সম্প্রতি এক কানাডিয়ান ব্যক্তি তাঁর ভিডিয়োতে এমনই বার্তা দিয়েছেন। তার পাশপাশি নম্র হওয়ার জন্য কী কী করা উচিত, তার কিছু টিপসও বলে দিতে দেখা গেল তাঁকে। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল তার ভিডিয়ো। যা দেখে নেটপাড়ার অনেকেই রীতিমতো বিরক্ত। আবার কেউ কেউ বলছেন, কথাগুলি উনি ঠিকই বলেছেন।
আরও পড়ুন - ডিনার টেবিলের উপর দিয়ে ক্যাটওয়াক, কায়দা দেখানোর মাসুল গুণতে হল তরুণীকে

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার জন্য ক্লিক করুন এই লিংকে
ভিডিয়োটি বর্তমানে রিমুভ করে দেওয়া হয়েছে। এই দিন ওই ব্যক্তি বলেন, নম্র হওয়ার জন্য দিনে পাঁচটি অভ্যাস করুন। কাউকে দরকারে অদরকারে থ্যাঙ্ক ইউ বলা প্র্যাকটিস করুন। কথার শেষে প্লিজ বলা অভ্যাস করুন। কেউ আপনার পিছন পিছন কোনও ঘরে ঢুকলে তার জন্য দরজাটা কিছুক্ষণ খুলে রাখুন। টিপস দেওয়ার অভ্যাস করুন। আর কাউকে কথা বলার মাঝে না থামিয়ে তাকে কথা বলতে দিন। তবে কানাডার ওই ব্যক্তির এইসব উপদেশ সকলে ভালোভাবে নেননি। কারও কারও বক্তব্য, ভারতীয়রা অনেক সহনশীল।