সকালেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা স💞ত্ত্বেও গꦗৃহবন্দি হওয়ার নিয়ম অমান্য করেন বিদেশ ফেরত দুই মহিলা। সেজন্য তাঁদের হাসপাতালে নিয়ে গেল পুলিশ।
আরও পড়ুন : Coronavirus Queri👍es- WhatsApp-এ ൩এই নম্বরে মেসেজ করলেই মিলবে উত্তর
কলকাতায় যে দুজন করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁরা গৃহবন্দির পরামর্শ উড়িয়ে দিয়ে মহানগরীর বিভিন্ন প্রান্তে ঘুরিয়ে বেড়িয়েছিলেন। একাধিক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন⛎। সেজন্য শুক্রবারই মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানান, রাজ্যে ইতিম𒀰ধ্যে মহামারী আইন লাগু হয়েছে। ফলে বিদেশ থেকে ফেরার পর কেউ গৃহবন্দি হতে না চাইলে তাঁকে জোর করে সরকারের কোয়ারেন্টাইনে রাখা হবে।
আরও পড়ুন : করোনাভ��াইরাস ছড়াতে পারে টাকা-♔পয়সা নাড়াচাড়ায়, সতর্ক করল ‘হু’
সেইমতো গৃহবন্দি হওয়ার নিয়মভঙ্গ করায় আজ বালিগঞ্জ এলাকার একটি আবাসনের বাসিন্দা দুই মহিলাকে কলকাতা পুলিশ একটি হাসপাতালে নিয়ে যায়। করোনার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাড়িতে গ🦩ৃহবন্দি হওয়ার নিয়ম লঙ্ঘন করায় এই প্রথম রাজ্যে কাউকে বলপ্রয়োগ করে হাসপাতালে নিয🐽়ে আসার ঘটনা ঘটল।