লকডাউন বাড়ানো হবে কিনা, সে বিষয়ে কোনও সিদ্ধান্ত ⭕নেওয়া হয়নি। সাফ জানিয়ে দিল 𝔍কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে লকডাউনের ফলে সংক্রমণের মাত্রা কীভাবে কমে, তা নিয়ে একটি গবেষণা তুলে ধরে এই তথ্য জানালেন মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল।
আরও পড়ুন : Coronavirus Update: আর্জি একাধিক রাজ্য-বিশেষজ্ঞের, আরও দু'সপ্তাহ লকডাউন বাড়ানোর ভাব💛না কেন্দ্রের
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব বলেন, 'যদি আমরা R0 (R-Naught)-কে ২.৫ ধরি, তাহলে একজন করোনা আক্রান্ত ব্যক্তি ৩০ দিনে ৪০৬ জনকে সংক্রামিত করতে পারেন। কিন্তু সামাজিক দূরত্ব ও লকডাউনের মতো বিষয়গুলি যদি ৭৫ শতাংশ কমিয়ে দেওয়া হয়, তাহলে আক্রান্ত ব্যক্তি মাত্র ২.৫ জনকে সংক্রামিত করতে 𒐪পারেন।'
আরও পড়ুন :
তিনি জানান, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের গবেষণায় এরকম একটি তথ্য পাওয়া গিয়েছে। যেখানে R0 মানে একজন আক্রান্ত ব্✤যক্তি কতজন সংক্রমণ করতে পারেন অর্থাৎ কোনও রোগের সংক্রমণের হার বোঝানোর একটি মাপকাঠি।
আরও পড়ুন : 🐼Cor🔴onavirus Update: লকডাউনের জেরে ভারতে বেকারত্বের হার ছাড়াল ২৩% : সমীক্ষা