ভয়াবহ অবস্থাটার প্রমাণ অনেকদিন ধরেই পাওয়া যাচ্ছিল। শনিবার আর একটা পরিসংখ্যান সেই ভয়াবহ অবস্থার ছবিটꩲা আরও একবার তুলে ধরল।
আরও পড়ুন : করোনার পরিপ্রেক্ষিতে Class 10-12 পরীক্ষা নিয়ে বিভিন্ন পꦗ্রশ্নের উত্তর দিল CB𒈔SE
বৃহন্মুম্বই পুরনিগম জানিয়েছে, আজ মুম্বইয়ে আরও ১৮৯ জন করোনাভাইরাস আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। ফলে শুধু মুম্বইয়ে আক্রান্তের সংখ্য🌃াটা ১,০০০ হাজার ছাড়িয়েছে। আজ পর্যন্ত বাণিজ্য নগর🌜ীতে করোনার কবলে পড়েছেন ১,১৮২।
আরও পড়ুন :COVID-19 Updates: মোদীর 'লকডাউন বাড়ানো'-র সিদ্ধান্ত সঠিক, বললেন কেওজরিওয়াল
মৃতের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। শনিবারই ১১ জনের মৃত্যু হয়েছে। পুরনিগমের তরফে বিবৃতিতে বলা হয়েছে, 'তাঁদের মধ্যে ১০ জন একাধিক রোগে ভুগছিলেন🍌 বা ꦅবয়য়সজনিত কারণে মারা গিয়েছেন।' সবমিলিয়ে ভারতের অন্যতম ব্যস্ত শহরে করোনায় প্রাণহানি হয়েছে ৭৫ জনের।
আরও পড়ুন : COVID-19 Updates: লকডাউনে বিপন্ন শৈশব,𓄧 সরকারের হেল্পলাইনে নির্যাতন-অত্যাচারের ফো🔥ন বাড়ল ৫০ শতাংশ
পাশাপাশি, সুস্থ হয়ে ওঠায় শনিবার হাসপাতাল থেকে দু'জনকে ছাড়া হয়েছে। এখনও পর্যন্ত মুম্বইয়ে ৭১ জন করোনার কবল থেকে﷽ মুক্তি পেয়েছেন। পুরনিগমের তরফে জানানো হয়েছে, কমপক্ষে ৭৫ জনের বিদেশে যাওয়ার রেকর্ড আছে। যে দꦇেশগুলিতে করোনায় প্রকোপ পড়েছে। এছাড়াও সংস্পর্শ আসা ব্যক্তিদের খোঁজ করা, সংক্রামক পদক্ষেপ ও ফিভার ক্লিনিকের মাধ্যমে ৫৩১ জনের আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে।